রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • মীর নেওয়াজ আলী: তরুণ প্রজন্মকে গণতান্ত্রিক আন্দোলনে এগিয়ে আসতে হবে ভাটারায় নির্মাণাধীন ভবনের পানির ট্যাঙ্ক থেকে তিনজনের মরদেহ উদ্ধার পূজার ছুটির কারণে পেছাল টাইফয়েড টিকাদান কর্মসূচি, শুরু হবে ১২ অক্টোবর চালের দাম গত বছরের চেয়ে ১৪ শতাংশ বেশি: টিসিবি রাশিয়ার কারখানায় বিস্ফোরণ: ১১ নিহত, ১৩০ আহত উপদেষ্টাদের নামে অভিযোগ শেখ হাসিনার দুর্নীতির পুনরাবৃত্তি: রিজভী খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় বিএনপি নেতা মীর নেওয়াজ আলীর উদ্যোগে চিকিৎসা সেবা দেশ সবার, সবাই শান্তিতে বসবাস করবে: সেনাপ্রধান রোহিঙ্গা সংকট সমাধানে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা বাংলাদেশের শুল্কমুক্ত চাল আমদানিতে ভারতের বাজারে ১৪% মূল্য বৃদ্ধি
  • দেশ সবার, সবাই শান্তিতে বসবাস করবে: সেনাপ্রধান

    দেশ সবার, সবাই শান্তিতে বসবাস করবে: সেনাপ্রধান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, এই দেশ সবার এবং সবাই এখানে শান্তিপূর্ণভাবে বসবাস করবে। তিনি শনিবার বিকেল ৪টার দিকে রাজধানীর পলাশীর মোড়ে কেন্দ্রীয় জন্মাষ্টমী মিছিল উদ্বোধনকালে এই মন্তব্য করেন।

    উদ্বোধনী অনুষ্ঠানে নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান, বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. মঈন খানও উপস্থিত ছিলেন।

    সেনাপ্রধান বলেন, ‘আমরা সম্প্রীতির সঙ্গে বসবাস করে যাচ্ছি। আজকের এই দিনে আমাদের অঙ্গীকার হবে, সেই সম্প্রীতি ও সৌহার্দপূর্ণ পরিবেশ আমরা সব সময় বজায় রাখব। এই দেশ সবার, আমরা একসাথে এ দেশে শান্তিতে বসবাস করব।’ 

    এসময় সেনাপ্রধান জানান, সশস্ত্র বাহিনীর সদস্যরা ধর্মীয় সব উদযাপনে দেশবাসীর পাশে রয়েছেন। 

    পরে মিছিলটি ঢাকার বাহাদুর শাহ পার্কে উদ্দেশে রওনা হয়। 

    শনিবার দেশজুড়ে পালিত হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী। হিন্দু ধর্ম অনুসারে এই দিন জন্ম দেন ভগবান শ্রী কৃষ্ণ। জন্মাষ্টমী উদযাপনে সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দেশ-জাতির মঙ্গল কামনায় হয় শ্রীশ্রী গীতাযজ্ঞ। 

    এদিকে, জন্মাষ্টমী উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন