হাটহাজারীতে জন্মাষ্টমী উদযাপন


চট্টগ্রামের হাটহাজারীতে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব।
শনিবার (১৬ আগস্ট) ত্রিবেণী মোড়ে অনুষ্ঠিত এ ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা আনন্দ-উৎসবে অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শ্রীকৃষ্ণের জীবনাদর্শ মানুষে মানুষে ভ্রাতৃত্ব, শান্তি ও সৌহার্দ্য প্রতিষ্ঠার শিক্ষা দেয়। সমাজে হিংসা-বিদ্বেষ দূর করে মানবিক মূল্যবোধে উজ্জীবিত হওয়ার মাধ্যমেই প্রকৃত ধর্ম পালিত হয়।
সাংবাদিক বাবলু দাশ ও জন্মাষ্টমী উৎসব উদযাপন পরিষদের সদস্য সচিব এড.কৃষ্ণ প্রসাদ নাথ এর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন,উত্তর জেলা জন্মাষ্টমী পরিষদের সভাপতি মাস্টার অশোক কুমার নাথ।
হাটহাজারী উপজেলা জন্মাষ্টমী পরিষদের সভাপতি ডাক্তার অসিম দাশগুপ্তের সভাপতিত্বে সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ডাক্তার গোবিন্দ প্রসাদ মহাজন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত বিভাগের সহযোগী অধ্যাপক ড.শিক্ষক কৃষ্ণ দেবনাথ, উত্তর জেলা জন্মাষ্টমী কমিটির সাধারন সম্পাদক জুয়েল চক্রবর্তী, প্রধান পৃষ্টপোষক আশীষ দে,হাটহাজারী উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাবেক সভাপতি লিটন মহাজন,উত্তর জেলা জন্মাষ্টমী কমিটির সহ সভাপতি তপন পাল, উৎসব কমিটির আহবায়ক টিটু তালুকদার, উত্তর জেলা কমিটির সহ-সভাপতি নয়ন চৌধুরী,হাটহাজারী কমিটির সহ সভাপতি লিটন দে,কৃষ্ণপদ চৌধুরী, পরিমল নাথ,পাঁচকড়ি শীল,মাস্টার বিজয় কুমার দত্ত, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক উত্তম দাশ,পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব উজ্জ্বল দত্ত,হাটহাজারী জন্মাষ্টমী পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চন্দন নাথ।
বক্তব্য রাখেন হাটহাজারী কমিটির সহ সভাপতি ছোটন দাশ,লিটন দাশ, বিধান বনিক, রাজীব সরকার, মুন্সি বিশ্বজিৎ দে, রুদ্র আচার্য, উত্তর জেলা জন্মাষ্টমী কমিটির সহ-সাধারণ সম্পাদক শ্যাম সুন্দর বৈষ্ণব ও যিশু শীল, সংকর দাশ, জয়টু শীল, জুয়েল দাশ,হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব শিমুল নাথ,নয়ন চৌধুরী (ধলই) প্রমূখ।
বক্তারা বলেন,ধর্ম যার যার কিন্তু‘ উৎসবটা সবার। তাই সমাজে শান্তি প্রতিষ্ঠিত করতে শ্রীকৃষ্ণের অমরবাণীগুলো ছড়িয়ে দিতে হবে। শ্রীকৃষ্ণসহ বিভিন্ন ধর্মের মনিষীদের দেখানো পথ অনুসরণ করলে সমাজে অশান্তি সৃষ্টি হয় না। মানুষে মানুষে ভ্রাতৃত্ব ও মৈত্রির বন্ধন অটুট হয়। মৈত্রির বন্ধনে আবদ্ধ হয়ে এদেশকে এগিয়ে নিতে হবে। ’
অনুষ্ঠানের শুরুতে পবিত্র গীতা থেকে পাঠ করেন সজিত নাথ। এদিকে আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা হাটহাজারী সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার অনুষ্ঠান স্তলে এসে শেষ হয়।
