খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় বিএনপি নেতা মীর নেওয়াজ আলীর উদ্যোগে চিকিৎসা সেবা
.jpg)

রাজধানীর পুরান ঢাকায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে শনিবার (১৬ আগস্ট) সকাল ৯টায় ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।
ঢাকা জজকোর্ট সংলগ্ন শনি মন্দিরের পাশে ঢাকা আইনজীবী সমিতির বারে আয়োজিত এ মেডিকেল ক্যাম্পের উদ্যোগ নেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুববিষয়ক সহ-সম্পাদক ও ঢাকা কলেজের সাবেক ভিপি মীর নেওয়াজ আলী।
বিশেষজ্ঞ চিকিৎসা সেবা
দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে মেডিসিন, চক্ষু, প্রসূতি ও স্ত্রীরোগ, নাক-কান-গলা, অর্থোপেডিক, নবজাতক ও শিশু চিকিৎসা, পেইন ক্লিনিক ও অ্যানেস্থেসিয়া, প্লাস্টিক সার্জারি সহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ প্রফেসর ও চিকিৎসকরা রোগীদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করেন। প্রায় ৩ থেকে ৪ শতাধিক রোগী এদিন চিকিৎসাসেবা নেন।
প্রধান অতিথির বক্তব্য
ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মীর নেওয়াজ আলী বলেন—
“আগামী ফেব্রুয়ারির নির্বাচনের তারিখ ঘোষণা করায় আমি প্রধান উপদেষ্টাকে অভিনন্দন জানাই। তবে সুষ্ঠু নির্বাচন দিতে ব্যর্থ হলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের নাম ইতিহাসে কলঙ্কজনকভাবে লেখা হবে।”
তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে বিএনপি নয়, জনগণই প্রতিহত করবে। দেশের মানুষ ১৬ বছর ধরে ভোটাধিকারের জন্য অপেক্ষা করছে।”
মীর নেওয়াজ আলী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন—
“অত্র এলাকায় সন্ত্রাসী, চাঁদাবাজ, দখলবাজ, কিশোর গ্যাং ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন। প্রয়োজনে আমি আপনাদের পাশে থাকব।”
তিনি আশ্বাস দিয়ে আরও বলেন, “আমি আপনাদেরই সন্তান, তাই যেকোনো সময় এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে আপনাদের পাশে থাকব।”
খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা ও শুভেচ্ছা বার্তা
বক্তৃতায় তিনি বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্যের জন্য সবার কাছে দোয়া চান। পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
উপস্থিত অতিথিরা
ফ্রি মেডিকেল ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কোতোয়ালি থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাউসার আহাম্মেদ জজ। এছাড়া উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য ও চকবাজার থানা বিএনপির সাবেক সভাপতি আনোয়ার পারভেজ বাদল, কোতোয়ালি থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবদুল আজিজ সাহাবুদ্দিন, লালবাগ থানা বিএনপি নেতা আরমান হোসেন বাদলসহ আরও অনেকে।
