উপদেষ্টাদের নামে অভিযোগ শেখ হাসিনার দুর্নীতির পুনরাবৃত্তি: রিজভী


বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিভিন্ন উপদেষ্টার নামে বিভিন্ন অভিযোগ সামনে আসছে। তিনি এ ঘটনাকে শেখ হাসিনার দুর্নীতির পুনরাবৃত্তি হিসেবে উল্লেখ করেছেন।
শনিবার জাতীয় প্রেসক্লাবে ঢাকা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজিত দোয়া মাহফিলে, জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি ও শহীদদের স্মরণে তিনি এসব কথা বলেন।
রিজভী জানান, শেখ হাসিনা এতোদিন মুক্তিযুদ্ধের চেতনার নামে রাজনীতি করেছেন, এখন ধর্মীয় চেতনার নামে রাজনীতি করেছেন অনেকে। অনেক উপদেষ্টার নামে বিভিন্ন অভিযোগ পাওয়া যাচ্ছে যা শেখ হাসিনার দুর্নীতিরই পুনরাবৃত্তি।
রুহুল কবির রিজভী বলেন, ‘শেখ হাসিনার যে অপশাসন, দুঃশাসন এবং চুরি, ডাকাতি, সন্ত্রাস, টাকা লুট সেগুলোর কি আবারও পুনরাবৃত্তি মানুষ দেখতে চায়?’
একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান মন্তব্য করেন, এক-এগারোর সরকার বিরাজনীতিকরণের অসৎ পরিকল্পনা করেছিল এবং ২০০৮ সালের নির্বাচন ছিল সাজানো। ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে এবং অন্তর্বর্তী সরকারকে সুষ্ঠু নির্বাচনের জন্য যৌক্তিক সময় দিয়েছে বিএনপি।
মঈন খান বলেন, ‘ওয়ান ইলেভেনের সরকার বাংলাদেশকে বিরাজনীতিকরণের জন্য একটি অসৎ পরিকল্পনা করেছিল। আমি বলতে বাধ্য হচ্ছি, ২০০৮ সালের নির্বাচনও কিন্তু সুষ্ঠু ও নিরপেক্ষ ছিল না। সেটি ছিল পরিকল্পিতভাবে একটি সাজানো নির্বাচন।’
এদিকে, যারা বিভ্রান্তিমূলক বক্তব্য দিচ্ছেন তারা নির্বাচন বানচাল করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। গণতান্ত্রিক উত্তরণে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে শনিবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে যুবদলের এক দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।
মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, দেশের চলমান সংকটে দলের নেতাকর্মীদের দিকনির্দেশনা দিচ্ছেন খালেদা জিয়া। যে দেশে খালেদা জিয়ার মতো একজন নেত্রী আছেন সেই দেশ কখনো পথ হারাবে না বলেও মন্তব্য করেন তিনি।
সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘আজকে যারা গণতন্ত্রের বিরুদ্ধে বিভিন্ন বক্তব্যের মধ্য দিয়ে নির্বাচনের বিষয়ে শঙ্কা প্রকাশ করছে, তারা গণতন্ত্রের পক্ষের শক্তি নন। তারা হয়ত কোনো না কোনো কারণে নিজের কথাগুলোই ইনিয়ে বিনিয়ে বলছেন। যাতে করে নির্বাচনকে বিলম্বিত করা যায়, অথবা বানচাল করা যায়, অথবা নির্বাচন অনুষ্ঠান না হোক, সেটা চায়।’
