মীর নেওয়াজ আলী: তরুণ প্রজন্মকে গণতান্ত্রিক আন্দোলনে এগিয়ে আসতে হবে
.jpg)

জাতীয় প্রেসক্লাবে শনিবার (১৬ আগস্ট) ঢাকা কলেজের উদ্যোগে জুলাই-আগস্ট মাসে নিহত ও আহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তিনি বলেন, “বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে যারা জীবন দিয়েছেন, তাদের আত্মত্যাগ বৃথা যাবে না। শহীদদের রক্তের বিনিময়ে এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবেই।”
প্রধান বক্তা হিসেবে বিএনপির যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, “জুলাই-আগস্টে নিহত ও আহতদের স্মৃতি আমাদের আরও দৃঢ় সংকল্পবদ্ধ করেছে। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আমরা যে কোনো মূল্যে সফল করব।”
বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা কলেজের সাবেক ভিপি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুববিষয়ক সহ-সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ বলেন, “তরুণ প্রজন্মকে দেশের গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখতে হবে। শহীদদের আত্মত্যাগই আমাদের শক্তি।”
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সফু। তিনি বলেন, “আজ যারা শহীদ হয়েছেন, তারা শুধু দলের জন্য নয়, পুরো জাতির জন্য আত্মত্যাগ করেছেন।”
সভায় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে নিহতদের রুহের মাগফেরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
