হামজা ফিরলেন নেপাল ম্যাচের দলে, শমিত অনুপস্থিত


সেপ্টেম্বরে নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রস্তুতি ক্যাম্প শুরু হয়েছে। প্রথম দিনের অনুশীলনে মাত্র পাঁচজন ফুটবলার অংশ নেন, যেখানে কোচ হাভিয়ের কাবরেরা খেলোয়াড়দের নিয়ে মৌলিক ওয়ার্মআপ ও কৌশলগত অনুশীলন পরিচালনা করেন।
জাতীয় দলের ম্যানেজার আমের খান জানান, কোচ কাবরেরা ইতোমধ্যে ২৪ জনের প্রাথমিক স্কোয়াড চূড়ান্ত করেছেন। সেই তালিকায় ইংল্যান্ডের লেস্টার সিটি মিডফিল্ডার হামজা চৌধুরী থাকলেও নেই মিডফিল্ডার শমিত শোম।
শমিতকে বাদ দেওয়ার কারণ হিসেবে আমের খান বলেন, সেপ্টেম্বরে ক্লাব ফুটবলের ব্যস্ত সূচি থাকায় শমিতকে প্রাথমিক দলে রাখা হয়নি। ৬ ও ১৪ সেপ্টেম্বর কানাডিয়ান প্রিমিয়ার লিগে তার ক্লাব কাভারলির ম্যাচ রয়েছে। জুনে সিঙ্গাপুরের বিপক্ষে অভিষেক হওয়া শমিত তাই নেপালের বিপক্ষে খেলতে পারবেন না।
অন্যদিকে, হামজাকে দলে পেতে লেস্টার সিটির সঙ্গে যোগাযোগ চলছে বলে জানিয়েছেন আমের। হামজাকে সেপ্টেম্বরে আনার জন্য ইতোমধ্যে তার ক্লাবকে চিঠি দেওয়া হয়েছে।
চ্যালেঞ্জ লিগের ম্যাচ থাকায় বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেডের ফুটবলাররা এখনো ক্যাম্পে যোগ দেননি। ফলে প্রথম দিনে মাত্র ৫ জন ফুটবলার নিয়ে অনুশীলন করেছেন কাবরেরা। জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ব্যক্তিগত কারণে এক দিনের ছুটি নিয়েছেন।
এ নিয়ে আমের বলেন, জামাল এক দিন সময় চেয়েছে ফেডারেশনের কাছে। আবাহনী-কিংস ছাড়া অন্য ক্লাব সেভাবে অনুশীলন শুরু করেনি। ফুটবলাররা যেন জিম বা ফিটনেস নিয়ে কাজ করতে পারে এজন্যই ক্যাম্পে ডেকেছে কোচ।
বাংলাদেশ ও নেপালের প্রীতি ম্যাচ দুটি আগামী ৬ ও ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
