রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • মীর নেওয়াজ আলী: তরুণ প্রজন্মকে গণতান্ত্রিক আন্দোলনে এগিয়ে আসতে হবে ভাটারায় নির্মাণাধীন ভবনের পানির ট্যাঙ্ক থেকে তিনজনের মরদেহ উদ্ধার পূজার ছুটির কারণে পেছাল টাইফয়েড টিকাদান কর্মসূচি, শুরু হবে ১২ অক্টোবর চালের দাম গত বছরের চেয়ে ১৪ শতাংশ বেশি: টিসিবি রাশিয়ার কারখানায় বিস্ফোরণ: ১১ নিহত, ১৩০ আহত উপদেষ্টাদের নামে অভিযোগ শেখ হাসিনার দুর্নীতির পুনরাবৃত্তি: রিজভী খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় বিএনপি নেতা মীর নেওয়াজ আলীর উদ্যোগে চিকিৎসা সেবা দেশ সবার, সবাই শান্তিতে বসবাস করবে: সেনাপ্রধান রোহিঙ্গা সংকট সমাধানে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা বাংলাদেশের শুল্কমুক্ত চাল আমদানিতে ভারতের বাজারে ১৪% মূল্য বৃদ্ধি
  • বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন শচীন পুত্র

    বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন শচীন পুত্র
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভারতের ক্রিকেট লেজেন্ড শচীন টেন্ডুলকারের বাড়িতে উৎসবমুখর পরিবেশ। শচীনের ছেলে অর্জুন বিয়ে করতে যাচ্ছেন এবং ইতোমধ্যে তার বাগদান সম্পন্ন হয়েছে। পরিবারের সদস্যরা আনন্দে মেতে উঠেছেন, আর অর্জুন নতুন জীবনের পথে যাত্রা শুরু করতে চলেছেন।

    অর্জুন যার সঙ্গে নতুন জীবন শুরু করতে চলেছেন, তিনি হলেন সানিয়া চাঁদক। তিনি মুম্বাইয়ের প্রখ্যাত ব্যবসায়ী রবি ঘাইয়ের নাতনি। অনুষ্ঠানে কেবল পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরাই উপস্থিত ছিলেন।

    ঘাই পরিবার আতিথেয়তা ও খাদ্য শিল্পে সুপরিচিত। তাদের মালিকানায় আছে ইন্টারকন্টিনেন্টাল হোটেল এবং আইসক্রিম ব্র্যান্ড ব্রুকলিন ক্রিমারি।

    টেন্ডুলকার পরিবার বা ঘাই পরিবার এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। বাগদানের দিনের আগে অর্জুনের ইনস্টাগ্রাম স্টোরিতে দেখা গেছে তিনি বল হাতে অনুশীলন করছেন, যার ক্যাপশন ছিল ‘স্রেফ ক্রিকেট মাঠ’। 

    তার শেষ পোস্ট ছিল রাখি বন্ধনের দিনে বোন সারার সঙ্গে একটি মজার মুহূর্ত, যেখানে তিনি মেকআপ করার চেষ্টা করছিলেন। ক্যাপশন ছিল ‘এই বিশৃঙ্খল জুটির জন্য রক্ষাবন্ধনের শুভেচ্ছা।’

    শচীনও অল্প বয়সেই বিয়ে করেছিলেন। মাত্র ১৯ বছর বয়সে তিনি ভবিষ্যৎ স্ত্রী অঞ্জলির মাকে জিজ্ঞাসা করেছিলেন মেয়েকে বিয়ে করতে পারবেন কি না। তবে ১৯৯৫ সালে, ২২ বছর বয়সে তিনি অঞ্জলিকে বিয়ে করেন।

    অর্জুন টেন্ডুলকার ২৫ বছর বয়সী বাঁহাতি পেসার ও অলরাউন্ডার, যিনি ঘরোয়া ক্রিকেটে গোয়ার হয়ে খেলেন। ২০২২ সালে রঞ্জি ট্রফিতে গোয়ার হয়ে রাজস্থানের বিপক্ষে প্রথম শ্রেণির অভিষেকে সেঞ্চুরি করেছিলেন তিনি, যা তার বাবার ৩৪ বছর আগের রঞ্জি অভিষেকের সেঞ্চুরির সঙ্গে মিলে যায়।

    এ পর্যন্ত ১৭টি প্রথম শ্রেণির ম্যাচে অর্জুন নিয়েছেন ৩৭ উইকেট ও করেছেন ৫৩২ রান। ১৮টি লিস্ট ‘এ’ ম্যাচে তার উইকেট সংখ্যা ২৫, আর ২৪টি টি-টোয়েন্টিতে নিয়েছেন ২৭ উইকেট। আইপিএলে তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন। ২০২১ সালে ২০ লাখ রুপিতে কেনা হলেও ২০২৩ সালে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে তার অভিষেক হয়। একই মৌসুমে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ভুবনেশ্বর কুমারকে আউট করে নেন প্রথম উইকেট। ২০২৫ মৌসুমের আগে মুম্বাই তাকে ছেড়ে দিলেও মেগা অকশনে আবারও দলে নেয় ৩০ লাখ রুপিতে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন