এনসিএল টি-টোয়েন্টিতে ৮ দলের কোচ চূড়ান্ত


প্রায় ১৪ বছর পর সফলভাবে পুনরায় শুরু হওয়া জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টির তৃতীয় আসর শুরু হচ্ছে আগামী ১৫ সেপ্টেম্বর থেকে। এবারের টুর্নামেন্টে সিলেটের পাশাপাশি নতুন করে রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম এবং বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামও খেলার মঞ্চ হিসেবে যুক্ত হয়েছে। সাতটি বিভাগীয় দলের সঙ্গে ঢাকার মেট্রো দলও অংশ নেবে, ফলে মোট আটটি দল এই আসরে খেলবে।
এই টুর্নামেন্টকে বিপিএলের আগে নিজেদের মেলে ধরার বড় মঞ্চ হিসেবেই দেখা হচ্ছে। অভিজ্ঞ ও নবীন দেশীয় কোচদের অধীনেই মাঠে নামবে দলগুলো।
কে কোন দলের কোচ?
ঢাকা বিভাগ: অভিজ্ঞ কোচ মিজানুর রহমান বাবুল। (ফরচুন বরিশালের কোচ হয়ে ২০২৪ ও ২০২৫ মৌসুমে বিপিএল শিরোপা জেতান)
চট্টগ্রাম বিভাগ: দীর্ঘদিন স্থানীয় ক্রিকেট উন্নয়নে কাজ করা মাহবুব আলী জ্যাকি
সিলেট বিভাগ: জাতীয় দলের সাবেক তারকা ব্যাটার রাজিন সালেহ
রাজশাহী বিভাগ: অভিজ্ঞ স্থানীয় কোচ আব্দুল করিম জুয়েল
বরিশাল বিভাগ: সাবেক বাংলাদেশ অধিনায়ক মোহাম্মদ আশরাফুল
খুলনা বিভাগ: প্রথম শ্রেণির ক্রিকেটে ১১ হাজারের বেশি রান করা কিংবদন্তি ব্যাটার তুষার ইমরান
রংপুর বিভাগ: স্থানীয় পর্যায়ে দীর্ঘদিন ধরে কোচিং করা সাইফুল ইসলাম খান
ঢাকা মেট্রো: জাতীয় দলের সাবেক পেসার নাজমুল হোসেন।
উল্লেখযোগ্য বিষয় হলো, এবারের আসরের পর থেকে ঢাকা মেট্রো দল আর থাকছে না। তাদের জায়গায় আগামী আসর থেকে যুক্ত হবে ময়মনসিংহ বিভাগ। এবারের এনসিএল টি-টোয়েন্টিতে অভিজ্ঞ ও তরুণ কোচদের নেতৃত্বে প্রতিযোগিতা জমজমাট হওয়ার আভাস দিচ্ছে ক্রিকেটবোদ্ধারা।
