রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • শেখ হাসিনাসহ তিনজনের চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণ চলছে ইসলামিক ফাউন্ডেশনে প্রশাসনিক অনিয়মের ঘটনা প্রকাশ যুক্তরাষ্ট্রের ভারত সফর বাতিল, দ্বিপক্ষীয় বাণিজ্য আলোচনা স্থগিত গাজায় খাদ্য সংকট তীব্র, ১০ লাখ নারী ও কিশোরীদের জীবন বিপন্ন “যুদ্ধ চালিয়ে যাওয়ার সামর্থ্য নেই ইউক্রেনের, সমঝোতা করা উচিত” : ট্রাম্প জুলাই সনদের খসড়া প্রকাশ, রাষ্ট্রপতির অভিশংসন প্রক্রিয়া অন্তর্ভুক্ত সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের মামলা বাতিল ও জামিন শুনানি আজ দুই সপ্তাহের বিরতির পর মেসি শো, ইন্টার মায়ামির দুর্দান্ত জয় বিদেশি মিশনগুলো থেকে রাষ্ট্রপতির ছবি সরাতে নির্দেশ মীর নেওয়াজ আলী: তরুণ প্রজন্মকে গণতান্ত্রিক আন্দোলনে এগিয়ে আসতে হবে
  • বনানীতে সিসা বারে যুবককে ছুরিকাঘাতে হত্যা

    বনানীতে সিসা বারে যুবককে ছুরিকাঘাতে হত্যা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর বনানীতে ‘৩৬০ ডিগ্রি’ নামের একটি সিসা বারে রাহাত হোসেন রাব্বি (৩১) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোর পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।

    বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার জানান, বনানী ১১ নম্বর রোডের ১০০ নম্বর ভবনে সিসা বারের দ্বিতীয় তলার সিঁড়িতে কথা–কাটাকাটির এক পর্যায়ে রাব্বির পূর্বপরিচিত কয়েকজন যুবক তাঁর পায়ে ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

    ওসি আরও বলেন, রাব্বি তাঁর বন্ধুদের সঙ্গে সিসা বারে ছিলেন। কথা–কাটাকাটির জেরে এ হত্যাকাণ্ড ঘটে। অভিযুক্তরা প্রায়ই ওই সিসা বারে আসতেন। ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

    নিহত রাব্বির চাচাতো ভাই শাকিল শাজাহান ও ফুফু কাজল আক্তার জানান, রাব্বি ইন্টারনেট ব্যবসায়ী ছিলেন। মহাখালী এলাকার রবিউল আলম হাজারীর দুই ছেলের মধ্যে তিনি বড়। বুধবার রাতে বন্ধুদের সঙ্গে বের হয়ে আর বাসায় ফেরেননি তিনি। ভোরে তাঁর মুঠোফোন থেকে রাব্বির এক বন্ধু খবর দেন যে, তিনি ছুরিকাঘাতে আহত হয়েছেন। পরে তাঁকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    শাকিল শাজাহান আরও বলেন, ভোরে ওই ভবনের সিঁড়ি দিয়ে নামার সময় মুন্না নামের এক পরিচিত যুবক ও তাঁর সঙ্গী আরও পাঁচ–ছয়জন রাব্বিকে মারধর করে এবং বাঁ ঊরুতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।

    বনানী থানার উপপরিদর্শক (এসআই) মো. আমজাদ শেখ বলেন, খবর পেয়ে সকাল সাড়ে সাতটার দিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে রাব্বির লাশ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধারালো অস্ত্রের আঘাতে তাঁর মৃত্যু হয়েছে।


    এন কে/বিএইচ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন