রবিবার, ১৭ অগাস্ট ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • এ দেশে চরমপন্থা ও মৌলবাদের অভয়ারণ্য যেন পরিণত হতে না পারে: তারেক রহমান যিনি সম্মানের যোগ্য, তাকে সেই সম্মান দিতে হবে: মাহফুজ আলম নির্বাচনী প্রস্তুতি যথাযথভাবে নিচ্ছে ইসি, তবে আইনশৃঙ্খলা কিছুটা দুর্বল যেভাবে বুঝবেন আপনার বন্ধুরা ছদ্মবেশী ইউক্রেন যুদ্ধ বন্ধের বদলে কী কী চান পুতিন লালবাগে গণপিটুনিতে নিহত যুবক কিলার বাবু প্রজাতন্ত্রের কর্মকর্তাদের রাজনৈতিক নিরপেক্ষ থাকার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার চীনের উন্নত সাবমেরিনে সজ্জিত পাকিস্তান, উদ্বেগে ভারত একনেকে ১১টি নতুন প্রকল্প অনুমোদন, ব্যয় ৯,৩৬১ কোটি টাকা এক বছর পেরিয়ে গেলেও বাফুফের পুরস্কার পাননি সাবিনারা
  • সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের মামলা বাতিল ও জামিন শুনানি আজ

    সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের মামলা বাতিল ও জামিন শুনানি আজ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুবদল কর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের দায়ের করা মামলা বাতিল ও জামিন আবেদনের শুনানি আজ রোববার (১৭ আগস্ট) অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

    হাইকোর্টের বিচারপতি মো. জাকির হোসেন ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চের কার্যতালিকায় সকাল ১১টায় এ শুনানি ১৫ নম্বর ক্রমিকে তালিকাভুক্ত করা হয়েছে।

    গত ৭ আগস্ট দাখিল করা আবেদনটি ১১ আগস্ট শুনানির জন্য উঠলেও রাষ্ট্রপক্ষ সময় চাইলে তর্ক-বিতর্ক ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে বলে জানা যায়। পরবর্তীতে আদালত আজকের দিন নির্ধারণ করেন। রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাসেল আহমেদ উপস্থিত থাকবেন, আর খায়রুল হকের পক্ষে থাকবেন জ্যেষ্ঠ আইনজীবী এম কে রহমানসহ আরও কয়েকজন।

    গত ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এ ছাড়া তার বিরুদ্ধে তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত রায় জালিয়াতি, ফতুল্লায় দায়েরকৃত মামলা এবং দুদকের প্লট দুর্নীতি মামলা মিলে আরও তিনটি মামলা রয়েছে।

    ২০১০ সালের ২৭ সেপ্টেম্বর দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান খায়রুল হক। তিনি ২০১১ সালের ১৭ মে অবসরে যান এবং পরবর্তীতে তিন দফা আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন