মগবাজারে ১০ বছরের শিশু ধর্ষণে গ্রেপ্তার ১


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন
মগবাজারের দিলুরোডে ১০ বছরের শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাবুল বেপারী (৪৩) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার বেলা পৌনে ৩টায় পুলিশের সহযোগিতায় ভুক্তভোগী শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
হাতিরঝিল থানার ওসি (তদন্ত) সাজ্জাদ হোসেন বলেন, ‘গত ৮ আগস্ট বিকেলে বাবুল বেপারী শিশুটিকে ফুঁসলিয়ে তার বাড়িতে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি তার মা-বাবাকে বিষয়টি জানায়। সোমবার শিশুর নানা এ বিষয়ে একটি মামলা পরে অভিযুক্ত বাবুল বেপারীকে গ্রেপ্তার করা হয়।’
সাজ্জাদ হোসেন আরও বলেন, ‘অভিযুক্তের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’

গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন