বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ঐকমত্য কমিশনের বৈঠক প্রাণের তিন কর্মীর কারাদণ্ড, কোম্পানির দাবি ‘পরিকল্পিত ষড়যন্ত্র’ ভয় নয়, সচেতন করতেই এমন বিজ্ঞপ্তি: এনবিআর চেয়ারম্যান শুল্ক কমিয়ে ১৫ শতাংশে নামানোর চেষ্টা চলছে: বাণিজ্য উপদেষ্টা ভারী বর্ষণে তিস্তার পানি বিপৎসীমার ওপর, নিম্নাঞ্চল প্লাবনের আশঙ্কা অবৈধ অভিবাসনের মরীচিকা ও বেদনাদায়ক বাস্তবতা উড়োজাহাজ সংকটে দুবাই ও কুয়েত ফ্লাইট বাতিল করল বাংলাদেশ বিমান যুক্তরাষ্ট্র থেকে দুই জাহাজ কেনার অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার রাশিয়ার দখলে থাকা অঞ্চল ছেড়ে দিতে প্রস্তুত ইউক্রেন!
  • গাছ নাকি সিংহ? প্রথম দৃষ্টিতেই মিলবে আপনার ব্যক্তিত্ব

    গাছ নাকি সিংহ? প্রথম দৃষ্টিতেই মিলবে আপনার ব্যক্তিত্ব
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি অপটিক্যাল ইলিউশন ছবি, যেখানে একই ফ্রেমে গাছ ও সিংহের অবয়ব মিশে আছে। প্রথমেই আপনার চোখে যা ধরা দেবে, তা নাকি প্রকাশ করতে পারে আপনার ব্যক্তিত্ব ও সম্পর্কের ধরন সম্পর্কে চমকপ্রদ কিছু তথ্য।এই চাক্ষুষ পরীক্ষাটি আমাদের অবচেতন মনের পছন্দ এবং আবেগীয় আচরণের ছাপ ফেলে কীভাবে আমরা সম্পর্ক গড়ি তা উন্মোচন করে। ছবিটি তৈরি করেছেন কনটেন্ট ক্রিয়েটর মিয়া ইয়িলিন। এতে বরফে ঢাকা একটি গাছ এবং একটি পুরুষ সিংহকে একসঙ্গে ফুটিয়ে তোলা হয়েছে। দুটোই স্পষ্ট দেখা গেলেও, যে ছবি প্রথম নজর কাড়ে সেটি আপনার আবেগ এবং সামাজিক আচরণের নিদর্শন হতে পারে।

    আপনি যদি প্রথমে গাছটি দেখেন: গাছ প্রথমে দেখতে পাওয়া ব্যক্তিরা সাধারণত সম্পর্ক গড়ার ক্ষেত্রে একটু সংযত এবং অন্তর্মুখী স্বভাবের হয়ে থাকেন। তারা সরাসরি সম্পর্কের শুরুতে এগিয়ে যাওয়ার চেয়ে প্রথমে অন্যজনের আগ্রহ দেখার পক্ষে পক্ষপাতী। বিশ্বাস গড়তে সময় নেয় এবং প্রাথমিক পর্যায়ে তারা একটু লাজুক মনে হতে পারে। কিন্তু একবার যখন ঘনিষ্ঠতা গড়ে ওঠে, তখন এই ব্যক্তিদের অন্যরকম উজ্জ্বল দিক প্রকাশ পায় তারা খুবই আত্মবিশ্বাসী, বিশ্বস্ত এবং আন্তরিক হয়। তাদের হাস্যরসও গভীর ও মনোমুগ্ধকর, যা তারা শুধুমাত্র আরামদায়ক পরিবেশে প্রকাশ করে।

    গাছ নাকি সিংহ প্রথমে কী দেখতে পেলেন, জবাবেই মিলবে আপনার ব্যক্তিত্বের পরিচয়

    আপনি যদি প্রথমে সিংহটি দেখেন: সিংহটি প্রথমে দেখতে পাওয়া মানুষ সাধারণত সহজ-সরল, মিশুক এবং আত্মবিশ্বাসী হয়ে থাকেন। তারা বিভিন্ন সামাজিক মহলে খুব সহজেই নিজেকে খাপ খাইয়ে নিতে পারে এবং সহজে বন্ধুত্ব গড়ে তোলে। তাদের চারপাশে ইতিবাচক ও প্রাণবন্ত পরিবেশ তৈরি হয়, যা অন্যদের আকর্ষণ করে। এই ব্যক্তিরা অপ্রয়োজনীয় ঝামেলা বা ঝুঁকি নিতে পছন্দ করেন না, তবে একাকিত্ব তাদের পছন্দ নয়। তারা প্রাণবন্ত পরিবেশে আনন্দ উপভোগ করতে বেশি আগ্রহী যেখানে হাসি-ঠাট্টা এবং বন্ধুত্বপূর্ণ আলাপচারিতা হয়।

    এই ধরনের ভিজ্যুয়াল পার্সোনালিটি টেস্ট মূলত ‘সিলেক্টিভ অ্যাটেনশন’ বা বাছাইকৃত মনোযোগের ওপর ভিত্তি করে কাজ করে। আমাদের মস্তিষ্ক অবচেতনভাবে পূর্ব অভিজ্ঞতা, ব্যক্তিত্ব এবং পছন্দ অনুযায়ী দৃশ্যগত তথ্য ফিল্টার করে ও প্রাধান্য দেয়। তাই প্রথম নজরে যা দেখে তা হয়তো শুধু একটি কাকতালীয় ঘটনা নয়, বরং আমাদের গভীর আবেগীয় প্যাটার্নের প্রতিফলন। আপনি যাই দেখুন না কেন গাছ হোক বা সিংহ দুটোরই আলাদা শক্তি রয়েছে। গাছ দেখা ব্যক্তিরা গভীর ও বিশ্বস্ত সম্পর্ক গড়ে তোলে, আর সিংহ দেখা ব্যক্তিরা সহজেই সামাজিক বন্ধন তৈরি করে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ