সহজ ঘরোয়া উপায়ে আঁচিল মুক্তি পান


ত্বকের বিভিন্ন সমস্যার মধ্যে আঁচিল একটি সাধারণ কিন্তু গভীর উদ্বেগজনক সমস্যা। এটি মুখ, পিঠ, হাত এবং শরীরের অন্যান্য অংশে দেখা যায়। যদিও আঁচিল স্বভাবতই নিরীহ মনে হলেও, এর মধ্যে হিউম্যান পাপিলোমা ভাইরাস (HPV) থাকতে পারে, যা ক্যানসারসহ গুরুতর অসুখের কারণ হতে পারে। তাই সময়মতো সঠিক পরিচর্যা ও চিকিৎসা গ্রহণ অপরিহার্য, যাতে ত্বকের এই সমস্যাটি থেকে নিরাপদ থাকা যায়। সচেতনতা ও নিয়মিত ত্বক পরীক্ষাই এ রোগ প্রতিরোধের অন্যতম পথ।
অনেকে আঁচিল থেকে মুক্তির জন্য বিভিন্ন ধরনের ওষুধ খেয়ে থাকে। তবে কিছু ঘরোয়া উপায়ে আঁচিল দূর করা সম্ভব। চলুন জেনে নিই সে সম্পর্কে-
অ্যাপল সিডার ভিনেগার
ভিনেগারে ভেজানো তুলো আঁচিলের ওপর রেখে দিন সারা রাত। পর পর পাঁচ দিন এমনটা করুন। অ্যাপল সিডার ভিনেগারে রয়েছে প্রচুর অ্যাসিড। আঁচিলের সমস্যা কমাতে সাহায্য করে এ উপাদানটি।
রসুন
ত্বকের জন্য এই মসলাটি বেশ উপকারি। রসুনে রয়েছে অ্যালিসিন নামক উপাদান। অ্যালিসিন একটি অ্যান্টি-মাইক্রোবিয়াল উপাদান। রসুন থেঁতো করে আঁচিলের ওপর লাগান। উপকার পাবেন।
পেঁয়াজের রস
পেঁয়াজের রসে রয়েছে অ্যান্টিসেপ্টিক গুণ। এটি বিভিন্ন ব্যাকটেরিয়া মেরে ফেলে সংক্রমণের ঝুঁকি কমায়। পেঁয়াজের রসে আঁচিল কমানোর ক্ষমতাও রয়েছে। পেঁয়াজ ব্লেন্ড করে রস বের করে নিন। তুলোর সাহায্যে এই রস আঁচিলের ওপর লাগান। নিয়মিত ব্যবহারে উপকার পাবেন।
কাঁচা গোল আলু
কাঁচা গোল আলু আঁচিল দূর করার দারুণ এক প্রাকৃতিক উপাদান। সতেজ একটি কাঁচা আলু গোল গোল করে কাটুন। সেটি দিয়ে দিনে কয়েকবার আঁচিলের ওপর ঘষুন। ধীরে ধীরে দূর হয়ে যাবে।
অ্যালোভেরা
ত্বকের যত্ন ও চিকিৎসায় অ্যালোভেরার নানামুখী ব্যবহার রয়েছে। আঁচিল দূর করার ক্ষেত্রেও এটি দারুণ কার্যকর। অ্যালোভেরার পাতা কেটে জেলি বের করে নিন। সেই জেলি আঁচিলে লাগিয়ে রাখুন। কয়েক দিন এমন করলেই আঁচিল ঝরে যাবে।
দৈএনকে/জে, আ
