মেসির চোট প্রসঙ্গে মুখ খুলল ইন্টার মায়ামি


ইন্টার মায়ামির হয়ে দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে নজর কাড়ার পর ফের ইনজুরির শিকার হয়েছেন লিওনেল মেসি। ৩৮ বছর বয়সী এই আর্জেন্টাইন ফরোয়ার্ড লিগস কাপে নেকাক্সার বিপক্ষে ম্যাচে খেলার মাত্র ১১ মিনিটেই চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন।
রোববার (৩ আগস্ট) নেকাক্সার বিপক্ষে ম্যাচের শুরুতে আক্রমণ গড়ার সময় প্রতিপক্ষের দুই ডিফেন্ডারের ট্যাকলে পড়ে যান মেসি। ট্যাকলের ধাক্কা এতটাই গুরুতর ছিল যে, এরপর আর খেলা চালিয়ে যেতে পারেননি তিনি। ফলে প্রথমার্ধেই মাঠ ছাড়েন এই ফুটবল মহাতারকা।
মেসির ইনজুরি নিয়ে ইন্টার মায়ামি বা চিকিৎসক দলের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি আসেনি। তবে সমর্থকদের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ—আবার কতদিন মাঠের বাইরে থাকতে হবে তাদের প্রিয় তারকাকে।
সোমবার (৪ আগস্ট) ইন্টার মায়ামি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মেসির ডান পায়ের পেশীতে সামান্য আঘাত লেগেছে। তবে তার মাঠে ফেরা নির্ভর করবে মেডিকেল ট্রিটমেন্ট এবং মেসির ইনজুরি কাটিয়ে ওঠার গতির ওপর। ক্লাব কর্তৃপক্ষ মেসির ফেরার জন্য কোনো নির্দিষ্ট সময় উল্লেখ করেনি। তবে যুক্তরাষ্ট্রের কিছু সংবাদমাধ্যমে বলা হচ্ছে, দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হতে পারে মেসিকে। ‘দ্য সকার বিজনেস’ সূত্রে জানা গেছে, মেসিকে তিন থেকে চার সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে।
এই ইনজুরি যদি তিন থেকে চার সপ্তাহের জন্য স্থায়ী হয়, তবে লিগস কাপে তার ফেরার সম্ভাবনা খুবই কম। এছাড়া, এমএলএসের কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচও মিস করবেন তিনি। মায়ামির পরবর্তী লিগস কাপ ম্যাচ হবে ৭ আগস্ট, যেখানে তারা ইউনিভার্সিদাদ ন্যাকিওনালের বিপক্ষে খেলবে। ৩১ আগস্ট ফাইনাল হতে যাওয়া এই টুর্নামেন্টের পরবর্তী রাউন্ডে যদি মায়ামি পৌঁছালেও মেসিকে দলে পাওয়া যাবে না বলেই মনে করা হচ্ছে।
১০ আগস্ট অরল্যান্ডো সিটির বিপক্ষে ম্যাচ দিয়ে এমএলএস অভিযান পুনরায় শুরু করবে মায়ামি। এরপর ১৬ আগস্ট এলএ গ্যালাক্সি, ২৩ আগস্ট ডিসি ইউনাইটেড এবং ৩০ আগস্ট শিকাগো ফায়ারের বিপক্ষে মাঠে নামবে তারা। কিন্তু এই ম্যাচগুলো মিস করতে হতে পারে মেসিকে, যদি তার ইনজুরি ৩-৪ সপ্তাহের জন্য দীর্ঘস্থায়ী হয়।
