সোমবার, ০৪ অগাস্ট ২০২৫
Natun Kagoj
শিরোনাম

চট্টগ্রাম ক্লাবে সাবেক সেনাপ্রধান এম হারুন অর রশিদের মরদেহ উদ্ধার

চট্টগ্রাম ক্লাবে সাবেক সেনাপ্রধান এম হারুন অর রশিদের মরদেহ উদ্ধার
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউজ থেকে বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) এম হারুন অর রশিদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৪ আগস্ট) দুপুরে ক্লাব কর্তৃপক্ষ তার কক্ষ থেকে সাড়া না পেয়ে দরজা খুলে মরদেহ দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যু বলে ধারণা করা হলেও বিস্তারিত জানার জন্য ময়নাতদন্তের ব্যবস্থা নেওয়া হয়েছে।

সিএমপি সূত্রে জানা গেছে, রোববার রাতে তিনি ক্লাবের একটি রুমে রাত্রিযাপনের জন্য ওঠেন। সোমবার সকালে তার সাড়াশব্দ না পেয়ে রুমের দরজা ভাঙা হয়। সেখানে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

এ দিকে খবর পেয়ে চট্টগ্রাম ক্লাবের সেই ঘটনাস্থলে সেনাবাহিনী, পুলিশ ও সিআইডির ফরেনসিক টিম অবস্থান করছে।

উল্লেখ্য, হারুন অর রশিদ ২০০০ সালের ২৪ ডিসেম্বর সেনাপ্রধান হন এবং ২০০২ সালের ১৬ জুন তিনি অবসরে যান। চাকরি থেকে অবসরের পর হারুন অর রশিদ ডেসটিনি গ্রুপের সভাপতি হন। গ্রাহকদের কাছ থেকে অর্থ আত্মসাৎ ও অর্থ পাচারের মামলায় সাবেক সেনাপ্রধান হারুনকে কারাগারে যেতে হয়।
 


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন