মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫
Natun Kagoj
শিরোনাম

হালদা নদী থেকে ১৩.৫ কেজি ওজনের মৃত মা-মাছ উদ্ধার

হালদা নদী থেকে ১৩.৫ কেজি ওজনের মৃত মা-মাছ উদ্ধার
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র ও মিঠাপানির জোয়ারভাটার নদী হালদা থেকে সাড়ে ১৩ কেজি ওজনের একটি মৃত মা-মাছ (মৃগেল প্রজাতি) উদ্ধার করেছে নৌ-পুলিশ।

আজ সোমবার (৪ আগস্ট) সকাল পৌনে ১০টার দিকে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার দক্ষিণ মাদার্শা ইউনিয়নের শাহ মাদারী হ্যাচারি এলাকা থেকে মাছটি উদ্ধার করা হয়। হালদার অস্থায়ী নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক রমজান আলী মাছটি উদ্ধার করেন।

উদ্ধারকৃত মৃত মা-মাছটির দৈর্ঘ্য ৪২ ইঞ্চি ও প্রস্থ ১৮ ইঞ্চি।

হাটহাজারী উপজেলা অতিরিক্ত সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আজিজুল ইসলাম জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির পরামর্শে মাছটিকে মাটিচাপা দেওয়া হয়েছে।

এ বিষয়ে হালদা গবেষক ড. শফিকুল ইসলাম বলেন, “২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত হালদা থেকে মোট ৬টি মৃত মা-মাছ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে মে মাসে ২টি কাতলা ও ১টি মৃগেল, জুন মাসে ২টি কাতলা এবং আজকের ঘটনাটি নিয়ে আরেকটি মৃগেল। এই ধারা খুবই উদ্বেগজনক।”

তিনি আরও বলেন, “বর্তমানে হালদা নদী প্রায় অরক্ষিত। যেখানে-সেখানে অবৈধভাবে বালু উত্তোলন, জাল বা বড়শি দিয়ে মাছ ধরা, এমনকি বিষ প্রয়োগ করে মাছ মারা হচ্ছে। শাখা খালগুলোতেও অবৈধ কার্যক্রম চলছে। এসব দেখার যেন কেউ নেই। প্রশাসনকে এখনই উদ্যোগ নিতে হবে।”

সমাধান হিসেবে তিনি প্রস্তাব করেন:

স্থানীয় নৌ-পুলিশ, উপজেলা প্রশাসন এবং মৎস্য অফিসের নিয়মিত অভিযান ও নজরদারি জোরদার করা।

তিনি আশাবাদ ব্যক্ত করেন, প্রশাসনের সক্রিয় ভূমিকা থাকলে হালদা নদীর অবস্থা উন্নত হবে এবং প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্রটি রক্ষা পাবে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন