মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫
Natun Kagoj
শিরোনাম

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে অবস্থান কর্মসূচিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা 

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে অবস্থান কর্মসূচিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা 
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ডিপিপি’র দ্রুত অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে অবস্থান ও পথনাটক কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।

আজ সোমবার (৪ই আগস্ট) সকাল ১০ টায় মহাসড়কে পথনাটক ও অবস্থান কর্মসূচি পালন করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় পরিবার। 

মহাসড়কে অবস্থান করে কর্মসূচি পালন করার সময় প্রচন্ড বৃষ্টি আসলেও আন্দোলনকারীরা মহাসড়কেই অবস্থান করে আন্দোলন চালিয়ে যায়, বৃষ্টিতে ভিজে জরাজীর্ণ ভাবে শিক্ষক কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থীরা প্রতিবাদী কবিতা ও স্লোগানের মুখরিত করে ঢাকা-পাবনা মহাসড়ক। 

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩ এর সামনে মহাসড়কে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি ও পথনাটকের মাধ্যমে প্রতিবাদ জানান।

সকাল ১০:০০টায় এই কার্যক্রম আরম্ভ হয়ে দুপুর ১২.০০ টা পর্যন্ত চলে এ কর্মসূচি, এ সময়ে দুই পাশে প্রায় ১০ কিলোমিটার  যানজট সৃষ্টি হয়। 

উল্লেখ্য, প্রতিষ্ঠার নয় বছর পেরিয়ে গেলেও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের যৎসামান্য অঙ্কের ডিপিপি অনুমোদন না পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ দীর্ঘদিন ধরে সরকারের কাছে তাদের দাবি, হতাশা ও ক্ষোভের কথা জানিয়ে আসছেন। 

গত ২৬ জুলাই ২০২৫ শনিবার রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি বয়কটের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ডিপিপি’র দ্রুত অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে আন্দোলন করছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন