বিশ্বের খাদ্যসংকটে ভোগা দেশের মধ্যে চতুর্থ বাংলাদেশ: জাতিসংঘ


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন
বিশ্বজুড়ে তীব্র খাদ্যসংকটে থাকা শীর্ষ ১০টি দেশের তালিকায় বাংলাদেশ রয়েছে চতুর্থ অবস্থানে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO)-এর সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে, দেশের ১০ শতাংশেরও বেশি মানুষ অপুষ্টিতে ভুগছেন, আর প্রায় ৪৪ শতাংশ মানুষ নিয়মিত খাদ্যসংকটে পড়ছেন।
প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, খাদ্য উৎপাদনে সামগ্রিক অগ্রগতি সত্ত্বেও, বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠী এখনো পর্যাপ্ত খাদ্য নিরাপত্তা পাচ্ছে না।
বিশেষজ্ঞরা বলছেন, আয় বৈষম্যের কারণে বিপুলসংখ্যক মানুষ প্রতিদিনের ন্যূনতম চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিকে সুষম খাদ্য গ্রহণে বড় বাধা হিসেবেও দেখছেন তারা।
জাতিসংঘ বলছে, শিশু ও নারীরা সবচেয়ে ঝুঁকির মুখে। অপুষ্টির হার বাড়ছে, যার প্রভাব পড়ছে শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে।

গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন