সোমবার, ০৪ অগাস্ট ২০২৫
Natun Kagoj
শিরোনাম

অভিনেত্রীর বাড়ি থেকে নিখোঁজ দুই কিশোরী

অভিনেত্রীর বাড়ি থেকে নিখোঁজ দুই কিশোরী
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বলিউড অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডের বাসা থেকে দুই কিশোরীর নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বাড়ির গৃহকর্মীর মেয়ে ও তার এক বান্ধবী গত বৃহস্পতিবার (৩১ জুলাই) থেকে নিখোঁজ রয়েছেন।

দীর্ঘ সময় ধরে খোঁজ করেও তাদের সন্ধান না মেলায়, অঙ্কিতা লোখান্ডে স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরি (এফআইআর) দায়ের করেন।

ভারতীয় গণমাধ্যম 'আনন্দবাজার'-এর প্রতিবেদনে বলা হয়েছে, নিখোঁজ দুই কিশোরী হলেন গৃহকর্মী কান্তার মেয়ে সালোনি এবং তার বান্ধবী নেহা। পুলিশ ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে এবং বিভিন্ন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

দুই কিশোরীকে দ্রুত খুঁজে পেতে থানায় এফআইআর দায়ের করেন অঙ্কিতা। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিখোঁজ দুই কিশোরীর ছবি পোস্ট করে তাদের খুঁজে পাওয়ার আকুতিও জানান।

রোববার (৩ আগস্ট) ইনস্টাগ্রামে নিঁখোজ দুই কিশোরীর ছবি আপলোড করে লেখেন, খুব জরুরি দরকার। আমাদের গৃহসহায়িকা কান্তার কন্যা সালোনি এবং ওর বন্ধু নেহা গত ৩১ জুলাই সকাল ১০টা থেকে নিখোঁজ হয়ে গিয়েছে। শেষ ওদের দেখা গিয়েছে ভাকোলা এলাকায়। মালবনি থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে। কিন্তু ওদের কোনও খবরাখবর এখনও পাওয়া যায়নি।

বেশ উদ্বিগ্ন হয়ে অঙ্কিতা লেখেন, ওরা শুধু আমার বাড়ির অংশ নয়। ওরা আমার পরিবারের অংশ। আমরা খুবই উদ্বিগ্ন। সকলকে এবং বিশেষ করে মুম্বই পুলিশকে অনুরোধ করব বিষয়টি খতিয়ে দেখার। দয়া করে সকলে খবরটি ছড়িয়ে দিন। ওরা যাতে নিরাপদে বাড়ি ফিরে আসতে পারে, তার জন্য প্রাণপণ চেষ্টা করুন সকলে। কেউ কিছু দেখতে পেলে বা জানতে পারলে দ্রুত যোগাযোগ করুন এবং কাছের থানায় জানান। আপনাদের প্রার্থনা সত্যিই আমাদের প্রয়োজন।

প্রসঙ্গত, নিঁখোজ দুই কিশোরীকে খুঁজে পেতে অভিনেত্রী অঙ্কিতা লোখন্ডের স্বামী ভিকি জৈনও সমাজমাধ্যমে পোস্ট করেছেন। সবার সাহায্য ও প্রার্থনা কামনা করেছেন। 


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন