মেলবোর্ন উৎসবে মেহজাবীনের ‘সাবা’ ও নুহাশের ‘২ষ’


মেহজাবীন চৌধুরীর অভিনীত ‘সাবা’ এবং নুহাশ হুমায়ূনের ‘২ষ’ স্থান পেয়েছে অস্ট্রেলিয়ার ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্নে। উৎসবটি শুরু হবে ১৪ আগস্ট এবং সেদিনই শেষ হবে।
মাকসুদ হোসেন পরিচালিত সাবা সিনেমায় শহরের এক মধ্যবিত্ত পরিবারের মেয়ে সাবার গল্প বলা হয়েছে, যে অসুস্থ মায়ের চিকিৎসার জন্য সংগ্রাম করে যাচ্ছে। নাম ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবীন। এটি তাঁর অভিনীত প্রথম সিনেমা। অভিনেত্রী বলেন, ‘অস্ট্রেলিয়ার চলচ্চিত্র উৎসবে সাবা প্রদর্শিত হবে—এটি আনন্দের খবর। আশা করছি, সিনেমাটি দর্শক প্রশংসা পাবে।’
অন্যদিকে, নুহাশ হুমায়ূনের হরর সিরিজ ‘২ষ’ উৎসবের ফ্রম দ্য সাব-কন্টিনেন্ট বিভাগে প্রদর্শিত হবে। ফ্যান্টাসি, হরর ও মিস্ট্রি ঘরানার গল্পগুলো লিখেছেন নুহাশ এবং তাঁর মা গুলতেকিন খান।
২ষ সিনেমায় রয়েছে চারটি গল্প। ভয়ংকর ভুতুড়ে সব গল্প। মজার ছন্দে বলে যাওয়া গল্পগুলোতে আলাদা বৈচিত্র্য ফুটে ওঠে।
যেখানে ‘ওয়াক্ত’ পর্বে অভিনয় করেছেন অ্যালেন শুভ্র, রিজভী রিজু, রেফাত হাসান সৈকত, আবদুল্লাহ আল সেন্টু, রাফায়াতুল্লাহ সোহান। এদিকে, ‘ভাগ্য ভালো’ পর্বে রয়েছেন মোশাররফ করিম, জেবুন্নেছা সোবহান (টুনটুনি), আদনান আদীব খান, সামিয়া অথৈ। এ ছাড়া আফজাল হোসেন, কাজী নওশাবা আহমেদ, শিল্পী সরকার অপু আছেন ‘অন্তরা’ পর্বে। অন্যদিকে, ‘বেসুরা’য় আছেন সুমাইয়া শিমু, এরফান মৃধা শিবলু, ইসলাম উদ্দিন পালাকার প্রমুখ।
দৈএনকে/জে, আ
