দশ বছর পর ‘ধূমকেতু’তে জুটি বাঁধলেন দেব-শুভশ্রী


দেব-শুভশ্রী—টলিউডের এক সময়ের রোমান্টিক জুটি, যাদের প্রেম ও বিচ্ছেদ নিয়ে কম আলোচনার ঝড় ওঠেনি। তবে দর্শকের ভালোবাসা ছিল অটুট। সেই জুটিই আবার ফিরছেন একসঙ্গে, দীর্ঘ দশ বছর পর! ‘ধূমকেতু’ নামের আসন্ন সিনেমা ঘিরে ইতোমধ্যে উত্তেজনা তুঙ্গে। তারকারা একে অপরের স্টোরিতে প্রতিক্রিয়া দিয়ে যেন ভক্তদের আগ্রহ আরও বাড়িয়ে দিলেন।
হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, ২০১৫ সালের অক্টোবর মাসে শুরু হয়েছিল ‘ধূমকেতু’ সিনেমার শুটিং। শুরুর পরপরই এই সিনেমা নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছিল বিপুল আগ্রহ। কিন্তু নানা জটিলতায় আটকে যায় মুক্তি। এরপর কেটে গেছে প্রায় দশ বছর। মাঝে দেব-শুভশ্রীর ব্যক্তিগত জীবনে এসেছে পরিবর্তন, একসঙ্গে আর কোনও সিনেমাতেও দেখা যায়নি তাদের। এমনকি ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনের পর তাদের মধ্যে কথা হয়েছে কিনা, তা নিয়েও জল্পনা ছিল দীর্ঘদিন।
তবে এই দীর্ঘ বিরতির পর আবার তাদের এক ফ্রেমে দেখার আশায় দিন গুনছেন অনুরাগীরা। সেই আগ্রহ আরও বাড়িয়ে দিল একটি ইনস্টাগ্রাম স্টোরি। সম্প্রতি দেব তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি হাতের ব্যান্ডের ছবি পোস্ট করে লেখেন, ‘রেডি’ আর এই একই ছবি নিজের স্টোরিতে শেয়ার করে শুভশ্রী দেবের দেয়া ক্যাপশটি লেখেন। নেটিজেনদের মতে, দেবের এই প্রশ্নের জবাবে শুভশ্রীর এভাবে সাড়া দেয়াটা নিছক কাকতালীয় নয়। বরং এই প্রথম তারা প্রকাশ্যে কোনো ইঙ্গিতপূর্ণ বার্তা দিলেন একসঙ্গে প্রচারে থাকার সম্ভাবনার।
টলিপাড়া জুড়ে প্রশ্ন তবে কি অবশেষে মুখোমুখি হবেন দেব-শুভশ্রী? ‘ধূমকেতু’র গ্র্যান্ড ট্রেলার প্রকাশের আয়োজন আগামী সোমবার (৫ আগস্ট)। সেই অনুষ্ঠানে কি একসঙ্গে হাজির থাকবেন টলিউডের এই প্রাক্তন জুটি এখন সেই প্রশ্ন করছে তাদের ভক্তরা।
জানা গেছে,‘ধূমকেতু’ সিনেমাটি মুক্তি পাচ্ছে আগামী ১৪ আগস্ট। প্রেম, বিরহ, ফিরে আসা সব মিলিয়ে ‘ধূমকেতু’ হয়ে উঠতে পারে ২০২৫ সালের অন্যতম আলোচিত সিনেমা। আর সেই সঙ্গে দেব-শুভশ্রীর নতুন করে জুটি বাঁধার কথাও শোনা যাচ্ছে। দুই তারকার ভক্তরা তাদের একসঙ্গে দেখতে চান। তবে দেব বা শুভশ্রী এ নিয়ে এখনও কিছু বলছে না।
দৈএনকে/জে, আ
