সোমবার, ০৪ অগাস্ট ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ছাত্র-জনতাকে ঢাকায় আনতে ৮ জোড়া বিশেষ ট্রেন ভাড়া জাতীয় নাগরিক পার্টির ২৪ দফা ইশতেহার ঘোষণা কেন্দ্রীয় শহিদ মিনারে ষড়যন্ত্রের ছায়া রাষ্ট্রযন্ত্রে: প্রশ্ন উঠবেই, চাপা দেওয়া যাবে না রেমিট্যান্সে রেকর্ড প্রবাহ, জুলাইয়ে এসেছে ২৪৮ কোটি ডলার জনগণের অধিকার ও উন্নয়নে রাজনীতি করতে চায় বিএনপি: তারেক রহমান গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মির্জা ফখরুলের দেশে জনগণের সরকার জরুরি: এ্যানি কারিগরি শিক্ষায় ১৫০ মিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর বাংলাদেশ ও এডিবির নৌ ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন ড. ইউনূস ৫ আগস্ট জাতির সামনে উপস্থাপন করা হবে 'জুলাই ঘোষণাপত্র'
  • সাই পল্লবীর নাচ অনুকরণে প্রশংসিত পূজা চেরী

    সাই পল্লবীর নাচ অনুকরণে প্রশংসিত পূজা চেরী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দক্ষিণ ভারতের নায়িকা সাই পল্লবীর ক্রেজ দেখার মতো। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় তার ‘থান্ডেল’ ছবির ‘হাইলেসসো হাইলেসসা’ গানের দৃশ্য ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। শ্রেয়া ঘোষালের গাওয়া গানটিতে সাদামাটা সুতি পোশাকে সাইয়ের মনখুলে নাচ দর্শকের মন জয় করেছে।

    টিকটক, ফেসবুক ইনস্টাগ্রাম রিলস সব জায়গায় গানটির ট্রেন্ডিংয়ে আছে। অসংখ্য মানুষ গানটির সঙ্গে সাইয়ের মতো নেচে ভিডিও বানাচ্ছেন। এবার সেই তালিকায় যোগ দিলেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরী।

    গত ১ আগস্ট নিজের ফেসবুক আইডিতে নাচটির ভিডিও শেয়ার করেছেন পূজা। ক্যাপশনে লিখেছেন, ‘আমার প্রিয় নাচের একটি।’

    ভিডিওতে পূজাও সাই পল্লবীর মতো প্রায় একই রঙের ছিমছাম ব্লাউজ, স্কার্ট আর ওড়না পেচিয়ে মনের সুখে নেচেছেন। আর সেই নাচ পূজারিয়ানরা (পূজা চেরীর ভক্তরা নিজেদের এই নামে ডাকে) দারুণ পছন্দ করেছে।

    দু’দিন যেতে না যেতেই ভিডিওটি প্রায় ৫ লক্ষ ভিউ হয়েছে। আর অনেক ভক্ত দারুন দারুনসব কমেন্ট করেছেন।

    প্রসঙ্গত, দক্ষিণ ভারতের সিনেমার নায়িকা সাই পল্লবীর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। একেবারেই মেকাপ ছাড়া অভিনয় করেন তিনি। পোশাক আশাকেও নেই এক্সপেরিমেন্ট। খোলামেলা পোশাক, সিনেমায় চুমু কিংবা ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের প্রশ্নই ওঠে না। সাবলিল অভিনয়, দারুণ নাচের দক্ষতা আর হাসিখুশি স্বভাব তাকে দ্রুতই জনপ্রিয় তারকায় পরিণত করেছে।

    একেবারেই সাদা মাটা পাশের বাড়ির মেয়ের মতোই থাকতে পছন্দ করেন তিনি। আর তার এই ন্যাচারল বিউটিই দর্শক ভীষণ পছন্দ করে। এই প্ল্যাস্টিক সার্জারি, বোটক্স ফিলার, মেকাপ গেটাপের যুগে সাইকে সহজেই আলাদা করতে পারেন দর্শক। তাইতো তামিল তেলেগু ভাষার বড় বড় সিনেমার পাশাপাশি সাই সুযোগ পেয়েছেন বলিউডের সবচেয়ে ব্যয়বহুল সিনেমা ‘রামায়ন’-এ। নিতেশ তিওয়ারি পরিচালিত সিনেমাটিতে রণবীর কাপুরের বিপরীতে তাকে দেখা যাবে সীতার ভূমিকায়।

    অন্যদিকে, পূজা চেরী শিশুশিল্পী হিসেবে নজরকাড়ার পর জাজ মাল্টিমিডিয়া তাকে ‘পোড়ামন ২’ ছবিতে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করান। রায়হান রাফী পরিচালিত সিয়াম আহমেদের বিপরীতে ছবিটি দারুণ ব্যবসা করে। এরপর পূজাকে ‘নূরজাহান’, ‘দহন’, ‘শান’, ‘গলুই’, ‘ব্ল্যাক মানি’, ‘লিপস্টিক’সহ বেশকিছু ছবিতে দেখা গেছে। সর্বশেষ তার অভিনীত ‘টগর’ ছবিটি মুক্তি পায় ঈদুল আজহায়।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন