সোমবার, ০৪ অগাস্ট ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ছাত্র-জনতাকে ঢাকায় আনতে ৮ জোড়া বিশেষ ট্রেন ভাড়া জাতীয় নাগরিক পার্টির ২৪ দফা ইশতেহার ঘোষণা কেন্দ্রীয় শহিদ মিনারে ষড়যন্ত্রের ছায়া রাষ্ট্রযন্ত্রে: প্রশ্ন উঠবেই, চাপা দেওয়া যাবে না রেমিট্যান্সে রেকর্ড প্রবাহ, জুলাইয়ে এসেছে ২৪৮ কোটি ডলার জনগণের অধিকার ও উন্নয়নে রাজনীতি করতে চায় বিএনপি: তারেক রহমান গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মির্জা ফখরুলের দেশে জনগণের সরকার জরুরি: এ্যানি কারিগরি শিক্ষায় ১৫০ মিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর বাংলাদেশ ও এডিবির নৌ ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন ড. ইউনূস ৫ আগস্ট জাতির সামনে উপস্থাপন করা হবে 'জুলাই ঘোষণাপত্র'
  • দক্ষিণী ছবির জনপ্রিয় অভিনেতা আর নেই

    দক্ষিণী ছবির জনপ্রিয় অভিনেতা আর নেই
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    তামিল চলচ্চিত্রের প্রখ্যাত কৌতুক অভিনেতা মাধান বব আর নেই। গত শনিবার সন্ধ্যায় চেন্নাইয়ের আদয়ার এলাকায় নিজ বাসভবনে প্রয়াণ ঘটে এই জনপ্রিয় অভিনেতার। ভারতীয় গণমাধ্যমের খবর, দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন মাধান বব। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

    ভক্তদের কাছে মাধান বব নামেই পরিচিত হলেও, তার আসল নাম ছিল এস. কৃষ্ণমূর্তি। ১৯৫৩ সালের ১৯ অক্টোবর চেন্নাইয়ে জন্মগ্রহণ করেন অভিনেতা। পরিবারে তিনি ছিলেন অষ্টম সন্তান। ছোটবেলা থেকেই সৃজনশীল চর্চার প্রতি ছিল তার আগ্রহ।

    বহু বছর ধরে তামিল ছবির জগতে সক্রিয় থাকা এই শিল্পী একাধিক জনপ্রিয় তারকার সঙ্গে অভিনয় করেছেন। তাদের মধ্যে আছেন কমল হাসান, রজনীকান্ত, অজিত, সুরিয়া, বিজয়সহ অনেকে। পর্দায় চোখ বড় করে তাকানো, প্রাণখোলা হাসি, তীক্ষ্ণ সংলাপ ও দারুণ মুখাবয়বের অভিব্যক্তি— এসবের কারণেই জনপ্রিয়তা ছিল মাধান ববের।

    প্রতিনিধি ও বিক্রয় কর্মকর্তার চাকরি দিয়ে পেশাজীবনের সূচনা হলেও শেষ পর্যন্ত নিজের প্যাশন তথা সংগীত নিয়ে এগিয়ে যান তিনি। এরপর বিজ্ঞাপন, রেডিও অনুষ্ঠান ও টিভি নাটকে সংগীত পরিচালনা করেছেন, এমনকি ১৯৭৫ সালে দূরদর্শন চেন্নাইয়ের পর্দায় প্রথম গিটার বাজানো শিল্পী হিসেবে স্বীকৃতিও অর্জন করেন।

    তামিল, মালয়ালম, তেলেগু ও হিন্দি মিলিয়ে ২০০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন মাধান বব। তার উল্লেখযোগ্য চরিত্রগুলোর মধ্যে রয়েছে ‘তেনালি’ ছবির ডায়মন্ড বাবু এবং ‘ফ্রেন্ডস’ ছবির ম্যানেজার সুন্দরেশন। হিন্দি ছবি ‘চাচি ৪২০’ ও মালয়ালম ছবি ‘ভ্রমরম’, ‘সেলুলয়েড’-এও তার অভিনয় প্রশংসিত হয়েছে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন