সোমবার, ০৪ অগাস্ট ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ছাত্র-জনতাকে ঢাকায় আনতে ৮ জোড়া বিশেষ ট্রেন ভাড়া জাতীয় নাগরিক পার্টির ২৪ দফা ইশতেহার ঘোষণা কেন্দ্রীয় শহিদ মিনারে ষড়যন্ত্রের ছায়া রাষ্ট্রযন্ত্রে: প্রশ্ন উঠবেই, চাপা দেওয়া যাবে না রেমিট্যান্সে রেকর্ড প্রবাহ, জুলাইয়ে এসেছে ২৪৮ কোটি ডলার জনগণের অধিকার ও উন্নয়নে রাজনীতি করতে চায় বিএনপি: তারেক রহমান গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মির্জা ফখরুলের দেশে জনগণের সরকার জরুরি: এ্যানি কারিগরি শিক্ষায় ১৫০ মিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর বাংলাদেশ ও এডিবির নৌ ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন ড. ইউনূস ৫ আগস্ট জাতির সামনে উপস্থাপন করা হবে 'জুলাই ঘোষণাপত্র'
  • ইবি শিক্ষার্থী সাজিদকে শ্বাসরোধে হত্যা

    ইবি শিক্ষার্থী সাজিদকে শ্বাসরোধে হত্যা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহকে ‘শ্বাসরোধে হত্যা’ করা হয়েছে বলে ভিসেরা প্রতিবেদনে উঠে এসেছে। তাছাড়া ময়না তদন্ত প্রতিবেদনে উল্লেখিত মৃত্যুর সময় ১৬ জুলাই দিবাগত রাত সাড়ে ৩টা (আনুমানিক) উল্লেখ ছিল। এই রিপোর্টেও একই বিষয়ে উল্লেখ রয়েছে।

    প্রতিবেদনের মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ রয়েছে, শ্বাসরোধজনিত কারণে তার মৃত্যু হয়েছে। যা মৃত্যুর পূর্বে (অ্যান্টিমরটেম) করা হয়েছে এবং এটি হত্যাজনিত (হোমিসাইডাল) প্রকৃতির। 

    ময়নাতদন্তের সময় থেকে আনুমানিক ৩০ ঘণ্টা আগে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত ১৮ জুলাই সকাল সাড়ে ৯ টায় করা হয়েছে।

    কুষ্টিয়ার পুলিশ সুপার মিজানুর রহমান সাংবাদিকদের জানান, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্টের তথ্য অনুযায়ী এটি হত্যাকাণ্ড মনে হয়েছে। আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও সাজিদের পরিবারের সঙ্গে পরামর্শ করে হত্যা মামলা দায়ের ও পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেব।

    প্রসঙ্গত, গত ১৭ জুলাই বিকেল পৌঁনে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হলের পুকুর থেকে সাজিদ আব্দুল্লাহর মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি বিশ্ববিদ্যালয়ের আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ছিলেন। পরে এ ঘটনায় হল প্রশাসন ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পৃথক দুইটি তদন্ত কমিটি গঠন করে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন