এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ: সহজ গ্রুপে বাংলাদেশ


আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট, যা চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। এবারের আসরটি অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে, যদিও শুরুতে আয়োজক দেশ হিসেবে ভারতের নাম ঘোষণা করা হয়েছিল। পরবর্তীতে রাজনৈতিক ও টেকনিক্যাল কারণে আয়োজক দেশ পরিবর্তন করা হয়।
রোববার (৩ আগস্ট) টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে আয়োজক কর্তৃপক্ষ। সূচি অনুযায়ী, গ্রুপ পর্বে বাংলাদেশের সব ম্যাচ অনুষ্ঠিত হবে আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে।
এবারের আসরে বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। যেখানে তাদের সঙ্গী শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ। ১৩ ও ১৬ সেপ্টেম্বর টাইগাররা মুখোমুখি হবে যথাক্রমে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের।
ভারত-পাকিস্তানের বিগ ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ১৪ সেপ্টেম্বর। ‘এ’ গ্রুপে তাদের সঙ্গী ওমান ও সংযুক্ত আরব আমিরাত। এই গ্রুপের সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে দুবাইতে।
টুর্নামেন্টের একটি ম্যাচ বাদে সব ম্যাচই শুরু হবে রাত ৮টায়। ১৫ সেপ্টেম্বর রয়েছে দুটি ম্যাচ। সেদিন সংযুক্ত আরব আমিরাত-ওমানের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। অন্য ম্যাচে রাত ৮টায় মুখোমুখি হবে হংকং–শ্রীলঙ্কা।
