ঝিনাইদহে "জুলাইয়ের মায়েরা" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত


জুলাইয়ের মায়েরা শীর্ষক আলোচনা সভায় বক্তারা বলেছেন, ইতিহাস শুধু মিছিল আর পতাকা তুলে ধরেই লেখা হয় না—লেখা হয় যারা ছায়ায় থেকে ছায়া সরায়, তাদের হাত ধরেও। জুলাই বিপ্লবের মেয়েরা সেই ছায়া সরিয়ে আলো এবং জাতির জন্য নতুন ভোর এনেছিল।
শনিবার সকালে (২ আগষ্ট) ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে "জুলাইয়ের মায়েরা " শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রথীন্দ্রনাথ রায়, অতিরিক্ত জেলা প্রশাসক বকুল চন্দ্র কবিরাজ, সাইফুর রহমান, সহকারী কমিশনার মেহেদী হাসান, জেলা তথ্য অফিসার আব্দুর রউফ, শহীদ রাকিবের পিতা আবু বকর, মা হাফিজা খাতুন, শহিদ সাব্বিরের মা রশিদা খাতুন, বোন রাফা রহমান, আহত জান্নাতুলের মা রিজিয়া খাতুন, জুলাই যোদ্ধা রিহান হোসেন রায়হান, শারমিন সুলতানা, বিএনপি নেতা এনামুল হক মুকুল, জামায়াত নেতা রবিউল ইসলাম ও গনঅধিকার পরিষদের সাখওয়ত হোসেন প্রমুখ।
অভিভাবক সমাবেশে বক্তারা বলেন, একটা বিপ্লব শুধু পুরুষ নেতৃত্বে নয়, নারী-পুরুষের সম্মিলিত আত্মত্যাগ ও একাত্মতায় সফল হয়।
আমরা যদি সত্যিকারের সমাজ পরিবর্তন করতে চাই, তবে শুধু পুরুষ নয়, নারীদের নেতৃত্ব, অবদান ও ত্যাগকে সমানভাবে মর্যাদা দিতে হবে। তাই জুলাইয়ের মেয়েরা ইতিহাসের পেছনের পাতায় নয়, সামনে থাকার যোগ্য। সমাবেশের শুরুতে ফুল দিয়ে জুলাই শহীদ পরিবার ও আহতদের শ্রদ্ধা জানানো হয়।
অনুষ্ঠানে "রেড জুলাই" শিরোনামে চলচ্চিত্র প্রদর্শন করা হয়। অভিভাবক সমাবেশে জুলাই শহীদদের মায়েরা তাদের সন্তানদের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন। এ সময় অনুষ্ঠানে আসা অতিথিদের কন্ঠ বাষ্পরুদ্ধ হয়ে ওঠে। দুপুরে "২৩ জুলাই রেমিটেন্স যোদ্ধা" দিবস পালন ও তাদের অবদান নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে ঝিনাইদহের সর্বোচ্চ রেমিটেন্স যোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে ঝিনাইদহ জেলা শ্রম ও জনশক্তি কর্মসংস্থান অফিসের সহকারী পরিচালক মোঃ সামিউল ইসলাম, টিটিসির অধ্যক্ষ রুস্তম আলী, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজল প্রমুখ বক্তব্য রাখেন।
