শনিবার, ০২ অগাস্ট ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • রোববার সীমিত পরিসরে খুলছে মাইলস্টোন কলেজ ট্রাম্পের বক্তব্যে হতবাক ভারত, 'প্রকৃত বন্ধুত্বে' চিড়: নিউইয়র্ক টাইমস মালিক পক্ষের হস্তক্ষেপে জনকণ্ঠে আবারও আলোচনায় ‘র’ ফেসবুকে পোস্ট দিয়ে জনকণ্ঠের সব কার্যক্রম বন্ধের ঘোষণা ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০৯ ডেঙ্গু পরিস্থিতি এবং করণীয়: দায়িত্বজ্ঞানহীনতা নয়, চাই সমন্বিত প্রতিরোধ ব্যবস্থা ‘সুমাইয়া জাফরিন’ নামে কোনো নারী এএসপি নেই: পুলিশ সদর দপ্তর মুক্তিযুদ্ধের সংবিধান মিথ্যা প্রমাণের চেষ্টা চলছে: মেজর হাফিজ কক্সবাজারে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশাচালকসহ ৪ জনের জেল সুপারের 'গোপন সাম্রাজ্য': ৫ কোটি টাকার ভবন!
  • রাষ্ট্র পরিচালনায় আলেম সমাজসহ সবার সহযোগিতা প্রয়োজন: নজরুল ইসলাম খান

    রাষ্ট্র পরিচালনায় আলেম সমাজসহ সবার সহযোগিতা প্রয়োজন: নজরুল ইসলাম খান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আগামীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সবার পরামর্শ ও সহযোগিতা প্রয়োজন হবে এবং আলেম সমাজসহ সকলের দিকনির্দেশনা ও দোয়া ছাড়া দেশকে সঠিক পথে পরিচালনা করা সম্ভব নয় বলে জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

    ‎শুক্রবার (১ আগস্ট) দুপুরে চট্টগ্রামের হাটহাজারীর দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় হেফাজতে ইসলামের প্রয়াত শীর্ষ নেতাদের কবর জিয়ারত ও মাদ্রাসার মহাপরিচালকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

    ‎নজরুল ইসলাম খান বলেন, ‘দেশ থেকে ফ্যাসিবাদ সরালেও গণতন্ত্র এখনো পূর্ণতা পায়নি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া সব শ্রেণি-পেশার মানুষকে নিয়ে কাজ করেছেন, আমরাও সেই নীতির ধারাবাহিকতায় বিশ্বাসী। বিএনপিই সবচেয়ে বেশি মামলা, হামলা ও নির্যাতনের শিকার হয়েছে, তবু আমরা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে জনগণের পাশে থাকব।’

    ‎এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘আমরা আজ হুজুরদের কবর জিয়ারত করেছি এবং বর্তমান নেতৃত্বের সঙ্গে আলোচনা করেছি। ২০১৩ সালের শাপলা চত্বরের আন্দোলনের নেতাদের প্রতি আমাদের শ্রদ্ধা আছে। আলোচনা হয়েছে আলোচিত জুলাই সনদ নিয়েও।’

    ‎তিনি আরও বলেন, ‘জুলাই সনদের ৮২৬টি প্রস্তাবনার মধ্যে ৫১টি বাদে বাকি সবগুলোতেই আমরা একমত হয়েছি। ১১৫টি প্রস্তাবে আমাদের ভিন্নমত রয়েছে, যেগুলো আমরা উপস্থাপন করেছি। বাস্তবায়নের ব্যাপারে আমরা আমাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছি।’

    ‎এর আগে সকালে মাদ্রাসা পরিদর্শন ও কবর জিয়ারতে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমেদ, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনসহ দলীয় নেতারা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন