শনিবার, ০২ অগাস্ট ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • রোববার সীমিত পরিসরে খুলছে মাইলস্টোন কলেজ ট্রাম্পের বক্তব্যে হতবাক ভারত, 'প্রকৃত বন্ধুত্বে' চিড়: নিউইয়র্ক টাইমস মালিক পক্ষের হস্তক্ষেপে জনকণ্ঠে আবারও আলোচনায় ‘র’ ফেসবুকে পোস্ট দিয়ে জনকণ্ঠের সব কার্যক্রম বন্ধের ঘোষণা ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০৯ ডেঙ্গু পরিস্থিতি এবং করণীয়: দায়িত্বজ্ঞানহীনতা নয়, চাই সমন্বিত প্রতিরোধ ব্যবস্থা ‘সুমাইয়া জাফরিন’ নামে কোনো নারী এএসপি নেই: পুলিশ সদর দপ্তর মুক্তিযুদ্ধের সংবিধান মিথ্যা প্রমাণের চেষ্টা চলছে: মেজর হাফিজ কক্সবাজারে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশাচালকসহ ৪ জনের জেল সুপারের 'গোপন সাম্রাজ্য': ৫ কোটি টাকার ভবন!
  • পর্যটন কেন্দ্রে দায়িত্ব পালন করা স্বেচ্ছাসেবকদের সম্মাননা ও সার্টিফিকেট বিতরণ

    পর্যটন কেন্দ্রে দায়িত্ব পালন করা স্বেচ্ছাসেবকদের সম্মাননা ও সার্টিফিকেট বিতরণ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পবিত্র ঈদ-উল ফিতর ও ঈদ-উল আযহা উপলক্ষে সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র প্রকৃতি কন্যা জাফলং পর্যটন কেন্দ্রে পর্যটকদের সেবায় দায়িত্ব পালন করা স্বেচ্ছাসেবকদের মাঝে সম্মাননা ও সার্টিফিকেট বিতরণ করেছে উপজেলা প্রশাসন।

    শুক্রবার (১ লা আগষ্ট) বেলা ১১টায় উপজেলা হল রুমে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন ও উপজেলা পর্যটন উন্নয়ন কমিটির যৌথ আয়োজনে স্বেচ্ছাসেবকদের মাঝে এ সম্মাননা ও সার্টিফিকেট বিতরণ করা হয়।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পর্যটন উন্নয়ন কমিটির সভাপতি রতন কুমার অধিকারী'র সভাপতিত্বে এবং গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ইউএনও রতন কুমার অধিকারী বলেন, বিশ্বে অর্থনৈতিক খাতের গতি বাড়াতে যেসকল খাতের ওপর গুরুত্বারোপ করা হচ্ছে তার মধ্যে অন্যতম হলো পর্যটন। তাই পর্যটন কেন্দ্রগুলোকে এগিয়ে নিতে আমাদের সকলের সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। এ জন্য সরকারি ও বেসরকারি উভয় খাতের সমন্বিত উদ্যোগের প্রয়োজন। পর্যটন শিল্পের বিকাশে স্থানীয় জনগণ ও দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে হবে এবং সেই সাথে পর্যটন স্পটগুলোর উন্নয়ন ও আকর্ষণ বাড়াতে হবে। সূতরাং পর্যটন শিল্পের উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা গ্রহণ করলে, এটি দেশের অর্থনীতি, কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় সম্প্রদায়ের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে আশা করছি।

    এ সময় তিনি আরও বলেন, পর্যটকদের সেবায় স্বেচ্ছাসেবকদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তারা পর্যটকদের বিভিন্নভাবে সহায়তা করে থাকেন। যেমন: তথ্য প্রদান পথ প্রদর্শনে সহায়তা, স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে ধারণা দেওয়া এবং পর্যটকদের সতর্কতা ও নিরাপত্তা নিশ্চিত করা। এছাড়াও তারা পর্যটন এলাকার পরিচ্ছন্নতা ও পরিবেশ সুরক্ষায় কাজ করে থাকে এবং স্থানীয় মানুষের সাথে পর্যটকদের একটি সেতু-বন্ধন হিসেবে কাজ করে। স্বেচ্ছাসেবকরা পর্যটকদের জন্য একটি মূল্যবান সম্পদ। যারা পর্যটন শিল্পের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাদের কাজের মাধ্যমে পর্যটকরা একটি নিরাপদ, আনন্দদায়ক এবং স্মরণীয় অভিজ্ঞতা লাভ করে। বিশেষ দিনগুলোতে জাফলংয়ে আগত পর্যটকদের সেবায় দায়িত্ব পালন করায় থানা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, স্থানীয় ডুবুরি, গোয়াইনঘাট উপজেলা মুক্ত স্কাউট গ্রুপ, গোয়াইনঘাট উপজেলা যুব রেড ক্রিসেন্ট, গোয়াইনঘাট সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ, প্রকৃতি কন্যা জাফলং মুক্ত স্কাউট গ্রুপ ও স্থানীয় স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ জানিয়ে পর্যটন শিল্পকে এগিয়ে নিতে আগামী দিনগুলোতেও সহযোগিতা করার অনুরোধ জানান তিনি।

    পর্যটকদের সেবায় নিয়োজিত স্বেচ্ছাসেবকদের মাঝে আয়োজিত সম্মাননা ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ট্যুরিস্ট পুলিশ জাফলং জোনের ইনচার্জ ইন্সপেক্টর শাহাদাৎ হোসেন, গোয়াইনঘাট থানার এস আই মারুফ আল মুকিত, বাংলাদেশ স্কাউট সিলেট অঞ্চলের উপকমিশনার হিফজুর রহমান খাঁন, গোয়াইনঘাট উপজেলা মুক্ত স্কাউট গ্রুপের সম্পাদক শামিম আহমদ প্রমুখ।

    এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জাফলং ট্যুরিস্ট পুলিশের সদস্য শাওন মিয়া, গোয়াইনঘাট উপজেলা মুক্ত স্কাউট গ্রুপের এসআরএম মারুফ আহমদ, গোয়াইনঘাট উপজেলা যুব রেড ক্রিসেন্টের দলনেতা আশিষ দা সৌরভ, গোয়াইনঘাট সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভারম্যাট আলম মিয়া।

    আলোচনা সভা শেষে পবিত্র ঈদ-উল ফিতর ও ঈদ-উল আযহা উপলক্ষে সিলেটের জাফলং পর্যটন কেন্দ্রে পর্যটকদের সেবায় দায়িত্ব পালন করা স্বেচ্ছাসেবকদের মাঝে সম্মাননা ও সার্টিফিকেট বিতরণ করেন অতিথিবৃন্দ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন