বাণিজ্য ঘাটতি কমাতে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের প্রতিনিধি দল


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে একটি প্যাকেজ নিয়ে যুক্তরাষ্ট্রে গেছে বাংলাদেশের একটি প্রতিনিধি দল। দুই দেশের প্রতিনিধিদের আলোচনার মাধ্যমে একটি ভালো ফলাফল আসবে বলে আশা প্রকাশ করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
আজ মঙ্গলবার দুপুরে সচিবালয় সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এসব কথা জানান তিনি।
এদিকে চট্টগ্রামের জলিল টেক্সটাইল মিল প্রসঙ্গে অর্থ উপদেষ্টা জানান, প্রতিকী মূল্যে আর কাউকেউ জমি বরাদ্ধ দিবে না সরকার। কেউ জমি নিতে চাইলে সরকারকে অর্থ দিয়ে নিতে হবে।
ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, সার এবং এলএনজির স্থিতিশীল অবস্থান নিশ্চিত করতে চায় সরকার। সেজন্য আজকের বৈঠক থেকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন