রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
Natun Kagoj

ডিএসইতে প্রথম ঘণ্টায় লেনদেন ১৫০ কোটি টাকা

ডিএসইতে প্রথম ঘণ্টায় লেনদেন ১৫০ কোটি টাকা
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ঢাকার প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সপ্তাহের শেষ কার্যদিবসে সবগুলো সূচক কমে লেনদেন চলছে। বেলা ১১টা পর্যন্ত যেসব সিকিউরিটিজের দর বেড়েছে, তার তুলনায় প্রায় আড়াই গুণ বেশি সংখ্যকের দর কমেছে।

এদিন প্রথম ঘণ্টায় লেনদেন আগের দিনের তুলনায় ৫০ কোটি টাকার বেশি কমে ১৫০ কোটি টাকায় নেমেছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, বেলা ১১টা পর্যন্ত দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইএক্স মূল্যসূচক আগের দিনের তুলনায় ১৫ পয়েন্ট কমে ৫ হাজার ৪৭৭ পয়েন্টে দাঁড়িয়েছে। আর শরীয়াহ কোম্পানিগুলোর সূচক ডিএসইএস ৫ পয়েন্ট কমে এক হাজার ১৮৬ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৯ পয়েন্ট কমে ২ হাজার ১১৮ পয়েন্টে নেমেছে।

প্রথম ঘণ্টায় ডিএসইর লেনদেনে অংশ নেওয়া ৩৮২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৯০টির। বিপরীতে কমেছে ২১৩টির। আর ৭৯টির দর অপরিবর্তিত ছিল।

বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে মোট ১৫১ কোটি ৯৪ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। গতকাল এ সময় পর্যন্ত ২০৮ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। অর্থাৎ দিনের ব্যবধানে প্রথম ঘণ্টার লেনদেন কমেছে ৫৬ কোটি ১৯ লাখ টাকা।

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রথম ঘণ্টার লেনদেনে সবচেয়ে বেশি অবদান রেখেছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার। এই সময় পর্যন্ত কোম্পানিটির মোট ৮ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল প্রথম ঘণ্টায় ১২ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকায় শীর্ষে ছিল সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্প্যা লিমিটেড।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন