সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
Natun Kagoj
শিরোনাম

দেবের চোখে শুভশ্রী-রুক্মিণীর স্থান

দেবের চোখে শুভশ্রী-রুক্মিণীর স্থান
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ক্যারিয়ারের শুরুতে দেব ও শুভশ্রী প্রেমিক-প্রেমিকা ছিলেন। কিন্তু হঠাৎ তাদের সম্পর্ক ভেঙে যায়। এরপর শুভশ্রী চার বছর পর্যন্ত কোনো কাজ করেননি, আর দেবও ভেঙে পড়েছিলেন। সময়ের সঙ্গে দুজনই নিজেদের সামলে নতুন জীবন গড়ে তুলেছিলেন।

শুভশ্রী ব্যক্তিজীবনে পরিচালক রাজ চক্রবর্তীকে বিয়ে করে দুই সন্তানের মা হয়েছেন। এদিকে দেব অভিনেত্রী রুক্মিণী মৈত্রর সঙ্গে সম্পর্কে রয়েছেন দীর্ঘ সময় ধরে।

‘ধূমকেতু’ মুক্তির আগে মন্দিরে পূজা দিতে গিয়েছিলেন দেব-শুভশ্রী। সেখানে দেবকে জিজ্ঞাসা করা হয়— কার কার নামে পূজা দিতে চান? দেব একে একে মায়ের, বাবার, দিদির নাম বলেন। সবশেষে বর্তমান প্রেমিকা রুক্মিণী মৈত্রর নামও বলেন।

এমনকি গোত্র জানতে চাইলে অভিনেতা হাসিমুখে উত্তর দেন, “গোত্র মা জানেন”। পাশে বসা শুভশ্রীও এই ঘটনায় হাসি চেপে রাখতে পারেননি। পরিচালক কৌশিক গাঙ্গুলীকেও কিছু বলে দেন তিনি।

ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের মুখোমুখি হয়েছিলেন দেব। সেখানে তার কাছে প্রশ্ন করা হয় শুভশ্রীর সঙ্গে তার সম্পর্ক নিয়ে। জানতে চাওয়া হয় কিভাবে নায়িকার সঙ্গে ১০ বছরের দূরত্ব ঘুচিয়ে একমঞ্চে সময় কাটল।

দেব বললেন, ‘অনেকটা সময় পেরিয়ে এসেছি। একটা সময় আমি আর শুভশ্রী একসঙ্গে ছিলাম। তারপর অনেকটা পথ আমরা আলাদা হেঁটেছি। গত ১২ বছর ধরে তো রুক্মিণীর সঙ্গেই আছি। শুভশ্রীর সঙ্গে হয়তো তিন-চার বছর ছিলাম। ওরও জীবন বদলে গেছে।’

সত্যিই কি প্রথম ভালোবাসা থেকে যায়? দেবের উত্তর, আমার মনে হয় না। সবটাই পরিস্থিতির উপর নির্ভর করে। আমরা সবাই এগিয়ে যাই। এগিয়ে যাওয়ার নামই জীবন। অতীতে বসবাস মানে বর্তমানকে অসম্মান। এটা আমি নই। সেই জায়গা থেকেই বলব, সবাই সুখে থাকুক, ভালো থাকুক।

দেব যোগ করলেন, শুভশ্রীর সঙ্গে কাজ করছি, আর রুক্মিণীর কথা একটু আগে উঠল, তাই। রুক্মিণী না থাকলে এই ছবিটা এত ভালো করে হত না। ও কিন্তু প্রথম দিন থেকে এই ছবির সঙ্গে আছে। বাকিদের মতো গত কয়েকদিন রুক্মিণীও একটাই প্রশ্ন করেছে, ‘তুমি খুশি তো’? ও জানে, এই ছবির পিছনে আমার ইগো, সম্মান, জেদ, লড়াই— সব উজাড় করে দিয়েছি। বাকি সব কিছু ভুলে গিয়েছিলাম।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সিনেমাটি কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পায়। মুক্তির দিনে ভোর ৭টা থেকেই হলমুখী হতে শুরু করে দর্শকরা। দর্শক আগ্রহের কেন্দ্রে থাকা সিনেমাটি ১ম দিনেই ২.১০ কোটি আয় করে নেয়।

দ্বিতীয় দিন শুক্রবার (১৫ আগস্ট) ভারতের স্বাধীনতা দিবস থাকায় হলে ভিড় জমে দর্শকের। ছুটির দিন থাকায় ১ম দিনের আয়কে ছাড়িয়ে যায় দেব-শুভশ্রীর সিনেমা। দ্বিতীয় দিনে এটি প্রায় ৩.০২ কোটি আয় করেছে।
 
দুই দিনের কালেকশনে টালিউডের ইতিহাসে দুইদিনের সর্বোচ্চ আয়ের সিনেমা এখন ‘ধূমকেতু’। এ সাফল্যে দর্শকদের কৃতজ্ঞতা আর ভালোবাসা জানিয়েছেন সিনেমা সংশ্লিষ্টরা। 


দৈএনকে/ জে .আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন