শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • ভাটারায় নির্মাণাধীন ভবনের পানির ট্যাঙ্ক থেকে তিনজনের মরদেহ উদ্ধার পূজার ছুটির কারণে পেছাল টাইফয়েড টিকাদান কর্মসূচি, শুরু হবে ১২ অক্টোবর চালের দাম গত বছরের চেয়ে ১৪ শতাংশ বেশি: টিসিবি রাশিয়ার কারখানায় বিস্ফোরণ: ১১ নিহত, ১৩০ আহত উপদেষ্টাদের নামে অভিযোগ শেখ হাসিনার দুর্নীতির পুনরাবৃত্তি: রিজভী খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় বিএনপি নেতা মীর নেওয়াজ আলীর উদ্যোগে চিকিৎসা সেবা দেশ সবার, সবাই শান্তিতে বসবাস করবে: সেনাপ্রধান রোহিঙ্গা সংকট সমাধানে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা বাংলাদেশের শুল্কমুক্ত চাল আমদানিতে ভারতের বাজারে ১৪% মূল্য বৃদ্ধি উত্তর পাকিস্তানে আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৩২১
  • 'আমার সন্তান ব্যবসার উপাদান নয়', সোশ্যাল মিডিয়ায় ক্ষিপ্ত পরীমণি

    'আমার সন্তান ব্যবসার উপাদান নয়', সোশ্যাল মিডিয়ায় ক্ষিপ্ত পরীমণি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমণি সম্প্রতি ফেসবুকে জানিয়েছেন, তার সন্তানদের ব্যক্তিগত জীবন যেন কেউ সামাজিক মাধ্যমে ব্যবসার উদ্দেশ্যে ব্যবহার না করে। অভিনেত্রী বরাবরই চাইছেন, দুই সন্তানকে সাধারণ দৃষ্টির বাইরে রেখে বড় করতে। তবুও, বছরের বিশেষ দিনগুলোতে যেমন সন্তানের জন্মদিন, সেগুলো যথাযথ উৎসবের সঙ্গে উদযাপন করেন তিনি। ১০ আগস্ট তার ছেলে পূণ্যর তৃতীয় জন্মদিন ছিল এবং এই দিনে কোনো আয়োজনের ঘাটতি রাখেননি পরীমণি।

    সবকিছুই ঠিক ছিলো কিন্তু ছয়দিন পরীমণি দেখলেন ব্যক্তিগত সে অনুষ্ঠানের ফুটেজ সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। শুধু তাই নয়, অতিথিদের মধ্যে অনেকেই ব্যক্তিগত অনুষ্ঠানটি ব্যবসায়িক ভ্লগ বানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম প্রচার করছেন। যা দেখে বেজায় চটেছেন পরী।

    Bangladesh Times | জমকালো আয়োজনে ছেলের জন্মদিন পালন করলেন পরীমণি

    শনিবার এক ফেসবুক স্ট্যাটাসে ক্ষোভ প্রকাশ করে তিনি লিখেছেন, ‘আমার সব রকম আনন্দে যাদের আমি কাছে চাইছি কিন্তু তারা প্রত্যেকেই প্রমাণ করছে তারা আমার জীবনে মলমুত্র মাত্র। খেয়াল করে দেখবেন, গত ১০ তারিখ থেকে ব্যক্তিগত কারণে আমি ফেসবুকে অ্যাকটিভ নই। আজ ফেসবুকে ঢুকতেই দেখি আবার কতগুলো চিড়িয়া আমার জীবনের আনন্দ নিয়ে টানাটানি করা শুরু করেছে। আমার বাচ্চাদের নিয়ে ১০ তারিখ একটা ইভেন্ট ছিল আমার একান্ত নিজস্ব কাছের মানুষদের নিয়ে যেটা করতে চেয়েছিলাম। কিন্তু কিছু উল্লুক বেহায়ার মতো আমার ইভেন্টে এসে রিলস আর ব্যবসায়িক ভ্লগে সামাজিক মাধ্যম ভরে ফেলছে! যেখানে আমি এখন পর্যন্ত একটা ছবিও পোস্ট করিনি। এমনকি আমার পরিবারের এবং সত্যি যাদের কাছে পরিবারের মানুষের গুরুত্ব আছে তারা কিন্তু কেউ এরকম করে নাই।’

    এরপর পরীমণি লিখেছেন, ‘যারা অনুষ্ঠানে এসে মানুষের জীবনের অতি মূল্যবান সময়টা পাবলিক করে তারা আমার গালি খাবা, যা তোমারা ডিজার্ভ করো। তোমরা ভিখারির মত মাসভরে কিছু ডলার কামাও। এই ধরণের মানুষ বা কনটেন্ট ক্রিয়েটর যদি সামনে পরে তাহলে তিন মিনিট থাপড়িয়ে দেব। কারণ, আগেই বলেছিলাম আমার বাচ্চারা কোনো ব্যবসায়িক উপাদান না। ভালো লাগেনি তখন?’

    এই স্ট্যাটাসের কিছুক্ষণ পরই অপর একটি স্ট্যাটাসে পরী জানান তার ছেলে জ্বরে ভুগছেন। 

    ক্ষোভ প্রকাশ করে এই নায়িকা লেখেন, ‘ছেলের এমন জ্বর। একজন মায়ের এই অবস্থায় কি চলে জীবনে সেটা সেই মা ই জানে শুধু। এর মধ্যে যে বা যারা আজকে আমার মাথা গরম করছে তাদেরকে একটারেও আমি ছাড়তেছি না। কু ত্তার বাচ্চা গুলা মনে রাখ খালি। তোদের ভাইরাল হওয়ার খুব দরকার না। দাড়া, করতেছি তোদের ভাইরাল জুতার বাড়ি দিয়ে।’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন