আইয়ুব বাচ্চুর মালিবাগের বাড়ি ও তার কালজয়ী সৃষ্টি


বাংলাদেশের কিংবদন্তি সংগীতজ্ঞ, গায়ক-গীতিকার ও গিটারবাদক আইয়ুব বাচ্চু। ব্যান্ড সঙ্গীতে তিনি নতুন ধারার সূচনা করেছিলেন। অসংখ্য প্রেম ও বিরহের কালজয়ী গান তার সৃষ্টিশীলতার পরিচয় বহন করে। আজ এই গুণী সংগীতশিল্পীর ৬৩তম জন্মবার্ষিকী।
অসংখ্য গানের মধ্যে আইয়ুব বাচ্চুর জনপ্রিয় একটি গান ‘চলো বদলে যাই’। এটি এলআরবি ব্যান্ডের একটি গান যেটি লিখেছেন, সুর করেছেন ও গেয়েছেন আইয়ুব বাচ্চু নিজেই। গানটি ‘সুখ’ অ্যালবামের অন্তর্ভুক্ত যেটি ১৯৯৪ সালে মুক্তি পায়। এ গান বাংলাদেশ ও ভারতে সমান জনপ্রিয়। গানটিকে বাংলা ব্যান্ড সঙ্গীতের জগতে অন্যতম সেরা গান হিসেবে ধরা হয়।
গানটি প্রকাশের তিন দশক পেরিয়ে গেছে। ৩১ বছর পর আজও নতুন প্রজন্মের মনে হৃদয়ে ঝড় তোলে এটি।কালজয়ী গানটি আইয়ুব বাচ্চু কীভাবে সৃষ্টি করেছিলেন, তা হয়তো অনেকেরই অজানা। এক সাক্ষাৎকারে সে গল্প জানিয়েছিলেন সুরের জাদুকর। তিনি বলেছিলেন,
১৯৯৩ সালের মাঝামাঝি সময়ের কথা। পশ্চিম মালিবাগে থাকার সময় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এক বসাতেই গানটির সৃষ্টি হয়। সেখানে বসেই সুর করা শুরু করি। এক লাইন লেখা আর গিটারে ওই লাইনের সুর করেই গানটির সৃষ্টি। তখন আমি জানতাম না, এতটা জনপ্রিয় হবে গানটি।
গানটি প্রকাশের পর থেকেই সব প্রজন্মের শ্রোতাদের কাছে এক অদ্ভুত আকর্ষণ তৈরি করে চলেছে। অদ্ভুত নস্টালজিয়ায় অনুভূতির সাগরে ভাসে প্রেমিক-প্রেমিকার হৃদয়। এ গানটি এখনও শ্রোতাদের মুগ্ধ করে মুহূর্তেই।
অসাধারণ গানের কথার সঙ্গে শ্রুতিমধুর সুর, সংগীতায়োজন আর ভরাট কণ্ঠে শ্রোতাদের মন্ত্রমুগ্ধ করে রাখেন যে গায়ক তিনি আইয়ুব বাচ্চু। হৃদয়ে তোলপাড় করে দেয়া তার প্রায় সব গান দর্শক হৃদয়ে মুহূর্তেই ঝড় তোলে।
চট্টগ্রামের এই কৃতী সন্তান ১৯৬২ সালের ১৬ আগস্ট আজকের এ দিনে জন্মগ্রহণ করেন। গানকে ভালোবেসে তিনি সংগীতজীবন শুরু করেন ১৯৭৭ সালে। তার এক বছর পরেই ব্যান্ড জগতে পা রাখেন।
১৯৮০ সালে আইয়ুব বাচ্চু যোগ দেন সোলস ব্যান্ডে। ১৯৯০ সাল পর্যন্ত তিনি দলটির সঙ্গে যুক্ত ছিলেন। পরের বছর অর্থাৎ ১৯৯১ সালে তিনি ‘লাভ রানস ব্লাইন্ড (এলআরবি) ব্যান্ডদল গঠন করেন। মৃত্যু পর্যন্ত তিনি এই দলটির সঙ্গেই মেইন ভোকাল হিসেবে যুক্ত ছিলেন।
তার প্রথম গাওয়া গান ‘হারানো বিকেলের গল্প’। আর প্রথম একক অ্যালবাম ‘রক্তগোলাপ’। তবে গানের জগতে সফলতা পান তার দ্বিতীয় অ্যালবাম ‘ময়না’-এর মাধ্যমে।
দীর্ঘ ৪০ বছরের ক্যারিয়ার জীবনে অসংখ্য গান ভক্তদের উপহার দিয়ে গেছেন তিনি। গায়কী জীবনে ১২টি ব্যান্ড, ১৬টি একক ও বহু মিশ্র অ্যালবাম প্রকাশ হয়েছিল তার।
অসংখ্য দর্শকপ্রিয় গানের মধ্যে তার কয়েকটি গান হলো ফেরারি মন, হাসতে দেখো, কষ্ট পেতে ভালোবাসি, চলো বদলে যাই, সুখেরই পৃথিবী, এখন অনেক রাত ইত্যাদি।
২০১৮ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান এই কিংবদন্তি। তবে গায়কের অভাব আজও অনুভব করতে দেয়নি তার রেখে যাওয়া গানগুলো। দিন গড়ানোর সাথে সাথে তার গাওয়া গান আরও বেশি করে হৃদয়ে লালন করেছেন আইয়ুব ভক্তরা। কারণ জীবনের সব আয়োজন ফেলে দরজার ওপাশে চলে গেলেও দরজার এপাশে আইয়ুব বাচ্চু রেখে গেছেন কোটি ভক্তের অশ্রুসিক্ত চোখ।
দৈএনকে/ জে .আ
