সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
Natun Kagoj
শিরোনাম

ওয়াকিটকির বার্তা ফাঁস: চট্টগ্রামে কনস্টেবল গ্রেপ্তার

ওয়াকিটকির বার্তা ফাঁস: চট্টগ্রামে কনস্টেবল গ্রেপ্তার
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজের ওয়াকিটকির বার্তা ফাঁসের অভিযোগে অমি দাশ নামে এক পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাতে সিএমপির খুলশী থানা পুলিশ তাকে আটক করে। তার বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা করা হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) নাম প্রকাশে অনিচ্ছুক সিএমপির এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, অমি দাশ পুলিশ টেলিক ইউনিটের কনস্টেবল। প্রেষণে তিনি সিএমপির খুলশী থানায় কর্মরত ছিলেন। তার বাড়ি চট্টগ্রামের পটিয়ায়, বাবার নাম রাজিব দাশ।

গত ১২ আগস্ট সিএমপি কমিশনার হাসিব আজিজ ওয়াকিটকিতে সব সদস্যকে নির্দেশ দেন- অস্ত্রধারীদের দেখামাত্র গুলি চালাতে। এর আগে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় নগরের বন্দর থানার এক এসআই গুরুতর আহত হন। কমিশনারের সেই নির্দেশনার অডিও-ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে শীর্ষ পুলিশ কর্মকর্তারা বিব্রতবোধ করেন।

পরে একাধিক তদন্ত টিম গঠন করে ফাঁসকারীর খোঁজ শুরু করে পুলিশ। তদন্তে অমি দাশকে শনাক্ত করা হয়।

এর আগে ১১ আগস্ট দিবাগত রাত ২টার দিকে সল্টগোলা ক্রসিং এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে বন্দর থানার এসআই আবু সাঈদ গুরুতর আহত হন। ওই ঘটনার পরদিন কমিশনারের ওয়্যারলেস বার্তায় জানানো হয়, সব টহল ও মোবাইল টিমকে লাইভ অ্যামুনিশনসহ ডিউটিতে থাকতে হবে। রাবার বুলেট যথেষ্ট নয়, অস্ত্র বের করা মাত্র গুলি চালাতে হবে।


এন কে/বিএইচ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন