দুই সপ্তাহের বিরতির পর মেসি শো, ইন্টার মায়ামির দুর্দান্ত জয়


দুই সপ্তাহের ইনজুরি বিরতির পর দারুণ প্রত্যাবর্তন করলেন লিওনেল মেসি। বদলি হয়ে নেমেও গোল ও অ্যাসিস্ট করে ইন্টার মায়ামিকে জয়ের পথে নিয়ে গেছেন আর্জেন্টাইন সুপারস্টার। যদিও মাঠ ছাড়ার সময় অস্বস্তি দেখা গেছে এলএমটেনকে।
রোববার (১৭ আগস্ট) মেজর লিগ সকারে দুর্দান্ত জয় পেয়েছে ইন্টার মায়ামি। লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সিকে ৩-১ গোলে হারিয়েছে লিওনেল মেসির দল।
ম্যাচের প্রথমার্ধের ৪৩ মিনিটে সার্জিও বুসকেটসের পাস থেকে জর্দি আলবা গোল করে মায়ামিকে এগিয়ে নেন। তবে বিরতির পর ৫৯ মিনিটে জোসেফ পেইনসিল গোল করে গ্যালাক্সিকে সমতায় ফেরান।
এরপরই বদলি হিসেবে নেমে জ্বলে ওঠেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। ম্যাচের ৮৪ মিনিটে রদ্রিগো ডি পলের পাস থেকে বাঁ পায়ের শটে গোল করে দলকে আবারও এগিয়ে দেন তিনি। এমএলএসে এটি তার ১৯তম গোল।
ম্যাচের শেষ দিকে, ৮৯ মিনিটে, দুর্দান্ত ব্যাকহিল পাসে লুইস সুয়ারেজকে অ্যাসিস্ট করেন মেসি। উরুগুইয়ান ফরোয়ার্ড সেই সুযোগ কাজে লাগিয়ে স্কোরলাইন ৩-১ করেন।
খেলার পরিসংখ্যানে বল দখলে এগিয়ে ছিল এলএ গ্যালাক্সি (৫৪ শতাংশ), তবে আক্রমণে আধিপত্য দেখিয়েছে মায়ামি। পুরো ম্যাচে তারা নিয়েছে ২৯টি শট, এর মধ্যে ৮টি ছিল লক্ষ্যে। অন্যদিকে গ্যালাক্সির ৫ শটের মধ্যে ৩টি ছিল অন টার্গেটে।
এই জয়ের ফলে ২৪ ম্যাচে ইন্টার মায়ামির সংগ্রহ দাঁড়িয়েছে ৪৫ পয়েন্টে। ইস্টার্ন কনফারেন্সের তালিকায় তারা উঠে এসেছে চতুর্থ স্থানে। শীর্ষে রয়েছে ফিলাডেলফিয়া ইউনিয়ন, ৫১ পয়েন্ট নিয়ে, যদিও তারা খেলেছে দুই ম্যাচ বেশি।
ইন্টার মায়ামির পরবর্তী চ্যালেঞ্জ লিগস কাপের কোয়ার্টার ফাইনালে। আগামী বুধবার তারা মুখোমুখি হবে মেক্সিকান ক্লাব তাইগ্রেস ইউএএনএল-এর।
