জাতিসংঘ : ১৭৬০ ফিলিস্তিনি নিহত আড়াই মাসে


ইসরায়েলি হামলায় মে মাস থেকে গাজা উপত্যকায় প্রাণ হারিয়েছেন ১৭৬০ ফিলিস্তিনি। জাতিসংঘের মানবাধিকার সংস্থা শুক্রবার (১৫ আগস্ট) জানায়, চলতি বছরের মে মাসের শেষ থেকে ১৩ আগস্ট পর্যন্ত আড়াই মাসে এই হতাহতের ঘটনা ঘটে।
ফিলিস্তিন বিষয়ক জাতিসংঘের মানবাধিকার কার্যালয়টি এক বিবৃতিতে জানিয়েছে, নিহত ওই ফিলিস্তিনিরা বেশিরভাগই ত্রাণ চাইতে গিয়ে নিহত হয়েছে। তাদের মধ্যে ৯৯৪ জনের মরদেহ গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) সাইটের আশেপাশে এবং আরো ৭৬৬ জনের মরদেহ ত্রাণ সরবরাহ কনভয়ের পাশ থেকে উদ্ধার হয়েছে।
চলতি মাসের শুরুতে প্রকাশিত সংখ্যার তুলনায় এবারের প্রতিবেদনে নিহতের সংখ্যা কয়েকশ’ বেশি। গত ১ আগস্ট প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ১ হাজার ৩৭৩ জন ফিলিস্তিনি ত্রাণ চাইতে গিয়ে প্রাণ হারিয়েছেন।
এদিকে গাজাজুড়ে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সেনাবাহিনী। সর্বশেষ রাতভর ভয়াবহ হামলা চালায় দখলদাররা। জরুরি সূত্রগুলো বলছে, মধ্য গাজার বুরেইজ শরণার্থী শিবিরের একটি বাড়িতে ইসরায়েলি যুদ্ধবিমান বোমা হামলা চালালে একই পরিবারের চার শিশুসহ নিহত হন ছয়জন ফিলিস্তিনি।
আল-শিফা হাসপাতালের সূত্র বলছে, গাজার উত্তর-পশ্চিমে জিকিম এলাকায় সাহায্য চাইতে আসা ফিলিস্তিনিদের একটি দলকেও ইসরায়েলি বাহিনী আক্রমণ করেছে, যার ফলে ছয়জন নিহত হয়েছেন। এছাড়া দক্ষিণ গাজার খান ইউনিসের কাছে আল-মাওয়াসিতে ইসরায়েলি সেনাবাহিনী তাদের তাঁবুতে বোমা হামলা চালালে এক দম্পতি নিহত হন।
দৈএনকে/ জে .আ
