সবুজ শিল্পায়নের পথে বাংলাদেশি আরএমজি খাতের নতুন সাফল্য


বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) খাত পরিবেশবান্ধব উৎপাদনের পথে আরও এক গৌরবোজ্জ্বল মাইলফলক স্পর্শ করেছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক ইউএসজিবিসি আরও ৫টি কারখানাকে লিড সার্টিফিকেশন দিয়েছে। এর ফলে দেশে মোট লিড সার্টিফায়েড কারখানার সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৫৮টি, যার মধ্যে ১০৯টি প্লাটিনাম ও ১৩৩টি গোল্ড সার্টিফিকেটপ্রাপ্ত। এটি আবার প্রমাণ করে, পরিবেশবান্ধব পোশাক উৎপাদনে বাংলাদেশ বিশ্বমানের শীর্ষস্থানে রয়েছে।
নতুন যে পাঁচটি কারখানা লিড সার্টিফিকেশন পেয়েছে, সেগুলো হলো—
১. সাউথ অ্যান্ড সোয়েটার কো. লিমিটেড (আশুলিয়া, ঢাকা) – প্লাটিনাম, ৮৫ পয়েন্ট
২. পুরবানি ফ্যাশন লিমিটেড (বেলকুচি, সিরাজগঞ্জ) – প্লাটিনাম, ৮৩ পয়েন্ট
৩. কেডিএস ফ্যাশন লিমিটেড (নাসিরাবাদ, চট্টগ্রাম) – প্লাটিনাম, ৮৪ পয়েন্ট
৪. রাইদা কালেকশনস লিমিটেড (ভালুকা, ময়মনসিংহ) – প্লাটিনাম, ৯০ পয়েন্ট
৫. টেক্সইউরোপ বিডি লিমিটেড (গাজীপুর) – গোল্ড, ৭০ পয়েন্ট
উল্লেখ্য, বিশ্বের সর্বোচ্চ রেটিংপ্রাপ্ত শীর্ষ ১০০টি লিড সার্টিফায়েড ভবনের মধ্যে ৬৮টিই এখন বাংলাদেশের, যা বৈশ্বিক অঙ্গনে দেশের অসাধারণ সবুজ পারফরম্যান্সের প্রতিফলন।
শিল্পের এই অর্জন এসেছে এমন সময়ে, যখন আন্তর্জাতিক বাজারে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরোপের চাপ এবং অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা ব্যবসার ধারাবাহিকতাকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। তবুও উদ্যোক্তারা টেকসই অবকাঠামো ও পরিবেশবান্ধব উৎপাদন পদ্ধতিতে বিনিয়োগ অব্যাহত রেখেছেন, যা তাদের দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গি ও স্থিতিশীলতার প্রমাণ।
বিজিএমইএর সাবেক পরিচালক ও বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, ‘প্রতিটি নতুন সবুজ কারখানা কেবল একটি সার্টিফিকেশন নয়—এটি আমাদের পরিবেশগত প্রভাব কমানোর, সম্পদ ব্যবহারের দক্ষতা বাড়ানোর এবং টেকসই প্রবৃদ্ধির প্রতিশ্রুতি পূরণের সাক্ষ্য।’
বাংলাদেশের পোশাক শিল্প আজ শুধু টিকে থাকার লড়াই করছে না, বরং বিশ্বে সবুজ ও দায়িত্বশীল উৎপাদনের ভবিষ্যত গঠনে নেতৃত্ব দিচ্ছে।
দৈএনকে/ জে .আ
