বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • লাম্পেদুসা উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবি: ২৬ নিহত, বহু নিখোঁজ সরকারের নীতি ও অস্বচ্ছ সিদ্ধান্তে ওষুধ শিল্পে সংকট: মির্জা ফখরুল মালয়েশিয়া সফর শেষে দেশের পথে প্রধান উপদেষ্টা গোপালগঞ্জ স্বেচ্ছাসেবক দল নেতা সুজন সিকদার গ্রেপ্তার বিএনপি ক্ষমতায় এলে পুলিশ হত্যা মামলায় ফাঁসানো হতে পারে আনিসুলদের মামলা প্রত্যাহার, জিএম কাদেরের কার্যক্রমে আর বাধা নেই ৫ দফা দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের এক মাসের আলটিমেটাম সরকারকে শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহারে ঢাকা-উত্তরাঞ্চল রেল যোগাযোগ স্বাভাবিক বিশিষ্ট শিক্ষাবিদ ও স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত লেখক যতীন সরকার আর নেই ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না: অর্থ উপদেষ্টা
  • লাম্পেদুসা উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবি: ২৬ নিহত, বহু নিখোঁজ

    লাম্পেদুসা উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবি: ২৬ নিহত, বহু নিখোঁজ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইতালির লাম্পেদুসা দ্বীপের কাছাকাছি আন্তর্জাতিক জলসীমায় অভিবাসীবাহী একটি নৌকা ডুবে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। ডজনের বেশি মানুষ এখনও নিখোঁজ রয়েছেন।

    বুধবার (১৩ আগস্ট) বার্তাসংস্থা এপির প্রতিবেদনে জানানো হয়, প্রায় একশ অভিবাসী নিয়ে নৌকাটি লিবিয়া থেকে যাত্রা করেছিল। যাত্রাপথে একটি নৌকায় পানি ঢুকতে শুরু করলে সবাইকে অপর একটি ফাইবারগ্লাস নৌকায় স্থানান্তর করা হয়। অতিরিক্ত যাত্রী বহনের কারণে সেটি ডুবে যায়।

    ইতালির কোস্টগার্ড জানিয়েছে, এখন পর্যন্ত ২৬ জনের মৃত্যু নিশ্চিত হলেও সংখ্যা আরও বাড়তে পারে। নিখোঁজদের খোঁজে উদ্ধার অভিযান চলছে। উদ্ধার হওয়া ৬০ জনকে লাম্পেদুসার একটি অভিবাসন কেন্দ্রে নেওয়া হয়েছে।

    লাম্পেদুসার মেয়র ফিলিপ্পো মাননিনো জানান, ভোরের দিকে এ দুর্ঘটনা ঘটে। জাতিসংঘের তথ্যমতে, ২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত মধ্য ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে ৬৭৫ জন প্রাণ হারিয়েছেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানিয়েছে, গত এক দশকে এই রুটে প্রায় ২৪ হাজার ৫০০ অভিবাসী মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন, যাদের বেশিরভাগই তিউনিসিয়া ও লিবিয়া উপকূল থেকে ছোট নৌকায় যাত্রা করেছিলেন।

    ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এক বিবৃতিতে বলেন, “আজকের এই মর্মান্তিক ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে, শুধু উদ্ধার অভিযান যথেষ্ট নয়; মানব পাচার ও অবৈধ অভিবাসনের মূল কারণ মোকাবিলায় আরও কার্যকর পদক্ষেপ প্রয়োজন।” তিনি মানব পাচারকারীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া এবং অভিবাসন প্রবাহ নিয়ন্ত্রণে রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।


    এন কে/বিএইচ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন