বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • সরকারের নীতি ও অস্বচ্ছ সিদ্ধান্তে ওষুধ শিল্পে সংকট: মির্জা ফখরুল মালয়েশিয়া সফর শেষে দেশের পথে প্রধান উপদেষ্টা গোপালগঞ্জ স্বেচ্ছাসেবক দল নেতা সুজন সিকদার গ্রেপ্তার বিএনপি ক্ষমতায় এলে পুলিশ হত্যা মামলায় ফাঁসানো হতে পারে আনিসুলদের মামলা প্রত্যাহার, জিএম কাদেরের কার্যক্রমে আর বাধা নেই ৫ দফা দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের এক মাসের আলটিমেটাম সরকারকে শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহারে ঢাকা-উত্তরাঞ্চল রেল যোগাযোগ স্বাভাবিক বিশিষ্ট শিক্ষাবিদ ও স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত লেখক যতীন সরকার আর নেই ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না: অর্থ উপদেষ্টা তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপর: খোলা হলো ৪৪ গেইট
  • পাকিস্তানের হুমকির মধ্যেও ভারতকে সমর্থন জানালো যুক্তরাষ্ট্র

    পাকিস্তানের হুমকির মধ্যেও ভারতকে সমর্থন জানালো যুক্তরাষ্ট্র
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পাক সেনাপ্রধান আসিম মুনিরের মার্কিন সফরের প্রেক্ষিতে ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে ওয়াশিংটনের অবস্থান স্পষ্ট হয়ে উঠেছে। স্থানীয় সময় মঙ্গলবার (১২ আগস্ট) মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে মুখপাত্র ট্যামি ব্রুস জানিয়েছেন, ভারত ও পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক “অপরিবর্তিত” রয়েছে এবং মার্কিন কূটনীতিকরা “উভয় দেশের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ”।

    গত দুই মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্র সফর করেছেন অসিম মুনির। সফরকালে ফ্লোরিডায় এক নৈশভোজ অনুষ্ঠানে ভারতের বিরুদ্ধে পরমাণু যুদ্ধের হুমকি দেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। পরে এই হুমকির তীব্র নিন্দা জানায় ভারত।

    এদিন ট্যামি ব্রুস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক দাবি কথা ফের উল্লেখ করে বলেন, সাম্প্রতিক ভারত–পাকিস্তান সংঘাতের পর যুদ্ধবিরতি প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা ওয়াশিংটনের জন্য গর্বের মুহূর্ত ছিল।

    তিনি বলেন, “ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতের সময় আমরা এমন এক পরিস্থিতির মুখোমুখি হয়েছিলাম, যা খুব ভয়াবহ রূপ নিতে পারত। তখন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অবিলম্বে পদক্ষেপ নেন। আমরা তখনকার ফোনালাপ ও সমন্বয়ের বিষয়টি ব্যাখ্যা করেছি, যার মাধ্যমে আক্রমণ বন্ধ করে উভয় পক্ষকে আলোচনায় বসিয়ে একটি দীর্ঘস্থায়ী সমাধানের পথ তৈরি করা হয়েছিল। এটি ছিল একটি গর্বের অর্জন।”

    'আসিম মুনিরের সাম্প্রতিক ট্রাম্প সাক্ষাতের পর যুক্তরাষ্ট্র কি পাকিস্তানের জন্য সহায়তা ও অস্ত্র বিক্রি বাড়াবে যাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ট্রাম্পের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়' প্রশ্নের জবাবে ব্রুস বলেন, “আমাদের সম্পর্ক উভয় দেশের সঙ্গেই অপরিবর্তিত, ভালো আছে। কূটনীতিকরা উভয় দেশের প্রতিই প্রতিশ্রুতিবদ্ধ।”

    ব্রুস আরও জানান, মঙ্গলবার ইসলামাবাদে যুক্তরাষ্ট্র–পাকিস্তান সন্ত্রাসবিরোধী সংলাপ অনুষ্ঠিত হয়েছে। এ সময় উভয় দেশ সন্ত্রাস দমনে যৌথ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে এবং সন্ত্রাসী হুমকি মোকাবিলায় সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করেছে। তার ভাষায়, “এই অঞ্চল ও বিশ্বের জন্য যুক্তরাষ্ট্রের উভয় দেশের সঙ্গে কাজ করা একটি ইতিবাচক বিষয়, যা সবার জন্যই উপকারী ভবিষ্যত গড়ে তুলতে সাহায্য করবে।”


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন