বদলে গেলো অনিকের জীবন


তরুণ উদ্যোক্তা অনিকের জীবনে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে সামান্য একটুখানি সহায়তা। এই ক্ষুদ্র সহায়তাই এখন হয়ে উঠেছে তার স্বপ্নের বড় সম্বল। সামাজিক সংগঠন সাইলেন্ট হ্যান্ডস সাপোর্ট সোসাইটি (SHSS) দাঁড়িয়েছে অনিকের পাশে, বদলে দিচ্ছে তার জীবনের গল্প।
বুধবার (৩১ জুলাই) রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনিকের সঙ্গে সরাসরি দেখা করে তাকে সহায়তা প্রদান করে সংগঠনটি। অনিক যখন নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন দেখছিলেন, তখনই দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছিলেন কীভাবে শুরু করবেন? সেই সময় পাশে এসে দাঁড়ায় সাইলেন্ট হ্যান্ডস সাপোর্ট সোসাইটি। এই সংগঠনের সহায়তায় অনিক আজ নিজের খরচ চালানোর পাশাপাশি পরিবারকেও সহায়তা করতে পারবে বলে আশা করছে, যা একসময় কেবল কল্পনা ছিল।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই চলছে অনিকের ক্ষুদ্র ব্যবসা। পাশাপাশি তিনি একটি ফেসবুক পেজের মাধ্যমে অনলাইনে পণ্য বিক্রি করছেন, যা ইতিমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। কথা প্রসঙ্গে অনিক বলেন, এই সহযোগিতা আমার জীবনের অনেক বড় পাওয়া। এখন অন্তত পড়ালেখা আর থাকা-খাওয়ার খরচ চালাতে পারছি। আমার পণ্যে লাভ খুব সামান্যই ৪০ থেকে ৫০ টাকা লাভ হলেই বিক্রি করে দিই, এতে করে আমার ব্যবসা সচল থাকে।
অনিকের ব্যবসায় আরেকটি উল্লেখযোগ্য ভূমিকা রাখছে তার একটি বাইসাইকেল। কোনো হলে লুঙ্গি, চাদর বা মশারির প্রয়োজন জানালে তিনি দ্রুত নিজেই সাইকেল চালিয়ে পণ্য পৌঁছে দেন। এতে একদিকে যেমন সময়মতো ডেলিভারি দেওয়া সম্ভব হয়, তেমনি অনেকে তাকে দেখে সরাসরি কিনেও ফেলেন পণ্য।
সাইলেন্ট হ্যান্ডস সাপোর্ট সোসাইটি এর মনিটরিং অফিসার বলেন, আমাদের সমাজে এমন অনেক তরুণ আছেন, যারা শুধু সুযোগের অভাবে তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারছেন না। তাদের পাশে দাঁড়ানোটা আমাদের দায়িত্ব। সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান থাকবে, আপনারা এগিয়ে আসুন, এই তরুণদের হাত ধরে দেশকে এগিয়ে নিতে সাহায্য করুন।
এই সহায়তা শুধু অনিকের নয়, সমাজের বহু অনিকের স্বপ্নপূরণের পথে এক বড় অনুপ্রেরণা।
