রবিবার, ২৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম
  • বদলে যাবে ঢাবির রূপ, ঢেলে সাজাতে ২৮৪০ কোটি অনুমোদন একনেক থেকে জুলাই শহীদদের আবাসন প্রকল্প বাদ তীর্থযাত্রীদের হুড়োহুড়িতে মানসা দেবী মন্দিরে নিহত ৬ যুক্তরাষ্ট্রের বোয়িং থেকে ২৫ উড়োজাহাজ কিনবে সরকার বিএনপি ভবিষ্যতের রাষ্ট্র গঠনে টেকসই কাঠামোর লক্ষ্যে পরিকল্পিতভাবে এগোচ্ছে: মির্জা ফখরুল গাজার জন্য ১০ ঘণ্টার নীরবতা; মানবতা না কৌশলগত ছলনা? ময়মনসিংহে ড. ইউনূসের বিরুদ্ধে করা মানহানির মামলা বাতিল : আপিল বিভাগ গোপালগঞ্জে সহিংসতা: প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের যৌক্তিকতা পায়নি পর্যবেক্ষণ দল আ.লীগের প্রধান কার্যালয় এখন 'ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট' চাঁদাবাজি করতে গিয়ে ধরা বৈষম্যবিরোধী ৫ ছাত্রনেতার বিরুদ্ধে মামলা
  • ওড়ার আগেই আগুন, ১৭৩ যাত্রী নিয়ে রক্ষা পেল যাত্রীবাহী বিমান

    ওড়ার আগেই আগুন, ১৭৩ যাত্রী নিয়ে রক্ষা পেল যাত্রীবাহী বিমান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে ওড়ার ঠিক আগমুহূর্তে ভয়াবহ এক পরিস্থিতির মুখে পড়ে আমেরিকান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান। বিমানে ১৭৩ জন যাত্রী ছিলেন। হঠাৎ বিকট এক শব্দের পর বিমানের পেছনের অংশ থেকে ধোঁয়া ও আগুন উঠতে দেখা যায়।

    প্রাথমিক তদন্তে জানা গেছে, বিমানের ল্যান্ডিং গিয়ারে ত্রুটির কারণে আগুনের সূত্রপাত হয়। দ্রুত ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। সৌভাগ্যবশত, কেউ গুরুতর আহত হয়নি এবং সব যাত্রীকে নিরাপদে নামিয়ে আনা সম্ভব হয়েছে।

    বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। এ ধরনের ঘটনা থেকে ভবিষ্যতে রক্ষা পেতে বাড়ানো হবে কারিগরি পর্যবেক্ষণ ও নিরাপত্তা ব্যবস্থা।

    বিমানটি জরুরি অবতরণ করে এবং যাত্রীদের দ্রুত সরিয়ে নেওয়া হয়। এতে একজন আহত হন। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

    শনিবার (২৬ জুলাই) স্থানীয় সময় বিকেল ২টা ৪৫ মিনিটে ডেনভার থেকে মিয়ামি গামী আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট ৩০২৩ বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ উড়াল দেওয়ার আগমুহূর্তে এই ঘটনা ঘটে। বিমানটি তখনো রানওয়েতে ছিল। এক যাত্রী ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, ধোঁয়ার মধ্যে যাত্রীরা স্লাইড ব্যবহার করে দ্রুত বিমান থেকে নামছেন।

    বিমানে থাকা ১৭৩ যাত্রী ও ছয়জন ক্রু সদস্য সবাই নিরাপদে বের হয়ে আসেন। ডেনভার ফায়ার ডিপার্টমেন্ট জানায়, পাঁচজনকে ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং একজনকে হাসপাতালে নেওয়া হয়।

    প্রত্যক্ষদর্শী যাত্রী মার্ক সর্কিস সিবিএসকে বলেন, ‘বিমানটি যখন উড়াল দেওয়ার জন্য গতি বাড়াচ্ছিল, তখন বিকট শব্দ হয়। আমি বলি, এটা ভালো লক্ষণ নয়।’ তিনি আরও বলেন, ‘ভাগ্য ভালো যে আমরা তখনো আকাশে উঠিনি, মাত্র কয়েক সেকেন্ড বাকি ছিল। পাইলট সঙ্গে সঙ্গে গতি কমিয়ে বিমান থামিয়ে দেন। কিছু সময় পর দেখা যায় ধোঁয়া উঠছে, তখনই যাত্রীদের বের করে আনা শুরু হয়।’

    এফএএ (ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন) এক বিবৃতিতে জানায়, ল্যান্ডিং গিয়ারে ত্রুটি ধরা পড়ার পর বিমানের উড্ডয়ন বাতিল করা হয়। আমেরিকান এয়ারলাইন্স জানিয়েছে, বিমানের এক টায়ারের ত্রুটির কারণে এই ‘মেইনটেনেন্স ইস্যু’ দেখা দেয়। এরপর বিমানটিকে পরিষেবার বাইরে রাখা হয়েছে।

    ঘটনার সময় বিমানবন্দরে অন্তত ৩০৬টি ফ্লাইটে বিলম্ব হয়। বিকেল ২টা থেকে ৩টা পর্যন্ত সব আগত ফ্লাইটের জন্য সাময়িক গ্রাউন্ড স্টপ জারি করা হয়েছিল। পরে বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক হয়ে আসে।

    উল্লেখ্য, এ বছরের মার্চ মাসেও আমেরিকান এয়ারলাইন্সের আরেকটি বিমানে ‘ইঞ্জিন-সংক্রান্ত’ সমস্যার কারণে সেটিকে ডেনভার বিমানবন্দরে জরুরি অবতরণ করতে হয়েছিল।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন