একনেক থেকে জুলাই শহীদদের আবাসন প্রকল্প বাদ


জুলাই গণঅভ্যুত্থনে শহীদ হওয়া পরিবারগুলোর জন্য স্থায়ী আবাসন নিশ্চিত করতে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ একটি ফ্ল্যাট নির্মাণ প্রকল্প প্রস্তাব করে। প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হলেও শেষ পর্যন্ত তা অনুমোদন পায়নি।
প্রস্তাবিত প্রকল্প অনুযায়ী, শহীদ পরিবারগুলোর জন্য মোট ৮০৪টি ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা ছিল। তবে একনেক সভায় প্রকল্পটির বিষয়ে বিস্তারিত আলোচনা শেষে তা অনুমোদন স্থগিত রাখা হয়।
পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, আজ রোববার চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম একনেক সভায় সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূস। ওই সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হয় গৃহায়ণ কর্তৃপক্ষের প্রস্তাবিত ‘৩৬ জুলাই’ আবাসিক ফ্ল্যাট নির্মাণ শীর্ষক প্রকল্পটি। এ ছাড়া আরও ১৩টি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়।
অর্থবছরের প্রথম একনেক সভায় উত্থাপন করা ১৪টি প্রকল্পের মধ্যে ১২টি প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক সভা। প্রকল্পগুলো বাস্তবায়নে খরচ হবে ৮ হাজার ১৪৯ কোটি ৩৮ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ৮ হাজার ৫৮ কোটি ৭৭ লাখ টাকা, বৈদেশিক ঋণ ১৪৩ কোটি ৩৩ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৫২ কোটি ৭২ লাখ টাকা।
অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে চট্রগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কর্ণফুলী নদীর তীর বরাবর কালুরঘাট সেতু হতে চাক্তাই খাল পর্যন্ত সড়ক নির্মাণ (২য় সংশোধিত ৪র্থ বার বৃদ্ধি) প্রকল্প, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেশের গুরুত্বপূর্ণ স্থানে ২০টি (১২টি নতুন ও ০৮টি ফায়ার স্টেশন পুনঃনির্মাণ) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশন স্থাপন এবং বাংলাদেশ কোস্ট গার্ডের জন্য লজিস্টিকস ও ফ্রিট মেইনটেন্যান্স ফ্যাসিলিটিস গড়ে তোলা (প্রস্তাবিত ২য় সংশোধিত)।
স্থানীয় সরকার বিভাগ ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ‘গ্রামীণ স্যানিটেশন প্রকল্প’এবং ‘বহদ্দারহাট বাড়াইপাড়া হতে কর্ণফুলী নদী পর্যন্ত খাল খনন’ (৩য় সংশোধিন)। রেলপথ মন্ত্রণালয়ের ‘বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের রেলপথ রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ‘মিরপুর সেনানিবাসে ডিএসসিএসসি’র অফিসার্স মেস ও বিওকিউ নির্মাণ (১ম সংশোধিত)’ ‘শিক্ষা মন্ত্রণালয়ের ‘ঢাকা বিশ্ববিদ্যালয় অধিকতর উন্নয়ন’, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ‘উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক (আইজিএ) প্রশিক্ষণ (২য় পর্যায়)’ প্রকল্প।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ‘বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের জাদুঘর ভবন সম্প্রসারণ এবং অন্যান্য অবকাঠামো নির্মাণ (১ম সংশোধিত ৪র্থ বার বৃদ্ধি)’। কৃষি মন্ত্রণালয়ের কন্দাল ফসল গবেষণা জোরদারকরণ প্রকল্প। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ০১টি প্রকল্প ‘স্মার্ট প্রি-পেমেন্ট মিটারিং প্রজেক্ট ইন ডিস্ট্রিবিউশন জোনস অফ বিপিডিবি (১ম সংশোধিত)’ প্রকল্প।
এ ছাড়া দেশি বিদেশি উৎস থেকে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান-২০২৪ এর অডিও ভিজ্যুয়াল দলিল সংগ্রহ ও সংরক্ষণ শীর্ষক প্রকল্পসহ পরিকল্পনা উপদেষ্টা কর্তৃক অনুমোদিত আরও ১৮টি প্রকল্প সম্পর্কে একনেক সদস্যদের অবহিত করা হয়।
