তনুশ্রী দত্ত: পাঁচ বছর ধরে ভয়ংকর ঘটনার শিকার হচ্ছি


বলিউড অভিনেত্রী ও প্রাক্তন মিস ইন্ডিয়া তনুশ্রী দত্ত আবারও খবরের শিরোনামে। সম্প্রতি এক ভিডিও বার্তায় তিনি ভীত, অসহায় ও কাতর কণ্ঠে অভিযোগ করেছেন—গত পাঁচ বছর ধরে তাকে ঘিরে ঘটছে অদ্ভুত, ভয়ংকর সব ঘটনা।
তনুশ্রীর দাবি, মাঝরাতে তার বাড়ির দরজায় কেউ ধাক্কা দেয়, আশপাশ থেকে শোনা যায় অচেনা চিৎকার। এমনকি তার খাবারে বিষ মেশানোরও চেষ্টা করা হয়েছে বলে তিনি জানান। সবকিছু মিলিয়ে তার মনে হচ্ছে, তাকে টার্গেট করা হচ্ছে—যার পরিণতি হতে পারে ঠিক সুশান্ত সিং রাজপুতের মতো।
তিনি বলেন,
“আমি ভয়ে ভয়ে থাকি। সরকারের কাছে অনুরোধ করছি আমাকে নিরাপত্তা দেওয়া হোক। আমি মাফিয়াদের সঙ্গে পেরে উঠছি না। ওরা ভয়ংকর। পুলিশ যেন বিষয়টি আগের অভিযোগগুলোর মতো হালকাভাবে না নেয়।”
তনুশ্রী জানান, তার গাড়ির নিয়ন্ত্রণ হঠাৎ হারিয়ে যাওয়ার মতো ঘটনাও ঘটেছে একাধিকবার। এমনকি তার বাড়ির সামনেও চলেছে নানা সন্দেহজনক তৎপরতা।
এই আবেগঘন বক্তব্যের পর অনেকেই তাকে সমর্থন জানালেও, সমালোচনাও এসেছে। কিছু মানুষ মনে করছেন, বিগ বস-এর নতুন সিজনে অংশ নেওয়ার জন্যই এসব নাটক করছেন তিনি।
তবে সে দাবি নাকচ করে দিয়ে তনুশ্রী বলেছেন,
“আমি প্রচারের জন্য ভিডিও বানাইনি। আমি যে কথা বলছি, সব সত্য। আমার অতীত, আমার সম্মান—সেটা কেউ যেন ভুলে না যায়। আমি প্রাক্তন মিস ইন্ডিয়া।”
বর্তমানে পুলিশকে নতুন করে বিষয়টি অবহিত করেছেন তনুশ্রী। তার ভাষায়, এটা শুধু মানসিক নির্যাতনের বিষয় নয়, বরং জীবনের নিরাপত্তা প্রশ্নেও শঙ্কার জায়গা তৈরি হয়েছে।
দৈএনকে/জে, আ
