রবিবার, ২৭ জুলাই ২০২৫
Natun Kagoj

সালমানের মন খারাপের বার্তা: “আগে শুনলে জীবন বদলে যেত”

সালমানের মন খারাপের বার্তা: “আগে শুনলে জীবন বদলে যেত”
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বলিউড সুপারস্টার সালমান খান সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন বার্তা পোস্ট করেছেন, যা ঘিরে ইতোমধ্যেই তৈরি হয়েছে আলোচনার ঝড়। পোস্টটিতে তিনি ব্যক্ত করেছেন, জীবনের কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে যদি তিনি বাবার উপদেশ মেনে চলতেন, তাহলে হয়তো তার বর্তমান অনেকটাই ভিন্ন হতে পারত।

শুক্রবার নিজের একটি ছবি শেয়ার করে সালমান লেখেন,
“বর্তমান কখনও অতীত হয়ে যায়, আবার অতীতও কখনও ভবিষ্যতের সঙ্গে যুক্ত হয়ে পড়ে। তাই বর্তমান হচ্ছে একটি উপহার—এটিকে সঠিকভাবে ব্যবহার করা জরুরি।”

তিনি আরও লেখেন,
“ভুলগুলো যেন অভ্যাসে পরিণত না হয়। কাউকে দোষ দিও না, কারণ কেউই তোমাকে এমন কিছু করতে বাধ্য করতে পারে না, যা তুমি নিজে না চাইলে।”

এরপরই তিনি বাবার প্রসঙ্গ টেনে বলেন,
“আমার বাবা (সেলিম খান) আমাকে এই কথাগুলো বলেছিলেন। এগুলো অনেক মূল্যবান ও সত্য কথা। যদি আমি এই উপদেশ আরও আগেই মন দিয়ে শুনতাম, তাহলে হয়তো জীবনটা আজ অন্যরকম হতো। যদিও এখনও সময় ফুরিয়ে যায়নি।”

সালমান খানের এমন লেখায় ভক্ত-অনুরাগীরা বিস্মিত। অনেকেই জানতে চাচ্ছেন—তিনি ঠিক কোন বিষয় নিয়ে অনুশোচনা করছেন? বাবার কোন উপদেশ তিনি গুরুত্ব দেননি, যার ফলে এখন তিনি দুঃখ প্রকাশ করছেন? যদিও সালমান বিষয়টি নিয়ে বিস্তারিত কিছু জানাননি, তবে পোস্টটি যে তার মনে গভীর আলোড়ন তুলেছে, তা বলাই যায়।


দৈএনকে/জে, আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন