রবিবার, ২৭ জুলাই ২০২৫
Natun Kagoj

“সবাইকে আসল চেহারায় দেখাব”: আলিজে শাহ

“সবাইকে আসল চেহারায় দেখাব”: আলিজে শাহ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী আলিজে শাহ হঠাৎ করেই ব্যাপক আলোচনায় উঠে এসেছেন। পাকিস্তানি বিনোদন জগতের অন্ধকার অধ্যায় নিয়ে মুখ খুলেছেন এ অভিনেত্রী। আলিজে তার ইনস্টাগ্রাম স্টোরিতে একের পর এক পোস্টে তুলে ধরেছেন শোবিজের শোষণ, হেনস্তা ও অপমানের নির্মম বাস্তবতা। সোমবার (২২ জুলাই) রাতেই এই অভিযোগগুলো সামনে আনেন তিনি।

আলিজের দাবি, দীর্ঘদিন ধরে নানা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে তাকে সহ্য করতে হয়েছে ট্রোল, কটাক্ষ আর অজানা নিষেধাজ্ঞা। 

এক স্টোরিতে তিনি স্পষ্ট লেখেন, আমি তাদের প্রত্যেকের মুখোশ খুলে দেব, যারা আমাকে কষ্ট দিয়েছেন। ট্রোল আর মিম বানানো বন্ধ হোক। অভিনেত্রীদের জীবনের কঠিন দিকটা সবাইকে জানতে হবে।

চার বছর আগে ‘ব্রাইডাল কিটিওয়ার উইক’-এর র‍্যাম্পে সংগীতশিল্পী শাজিয়া মানজুরের সঙ্গে হাঁটার সময় হোঁচট খেয়ে পড়ে যান আলিজে। সে সময় ঘটনাটিকে দুর্ঘটনা বলা হলেও এবার তিনি দাবি করেছেন, এটি পরিকল্পিত ছিল। 

তার ভাষায়, শো চলাকালে হঠাৎ শাজিয়া আমাকে টেনে ফেলে দেন। তিনি আমার কোমরে হাত রেখেছিলেন, বারবার ফেলার চেষ্টা করছিলেন। শুধু তাই নয়, শাজিয়া মানজুরের সঙ্গে মিলে টিকটক তারকা জান্নাত মির্জা ও উপস্থাপিকা জুগন কাজিম তাকে নিয়ে হাসাহাসি করেছেন বলেও অভিযোগ তোলেন আলিজে। এমনকি বিভিন্ন অনুষ্ঠানে অন্য তারকাদের সঙ্গে শাজিয়ার হাঁটাকে তিনি নিজের প্রতি ব্যঙ্গ হিসেবে উল্লেখ করেন।

বিনোদন জগতের আরেকটি বড় অসঙ্গতির কথাও সামনে আনেন আলিজে। তিনি জানান, মাসের পর মাস পারিশ্রমিকের জন্য অপেক্ষা করতে হয় শিল্পীদের। তিনি বলেন, ‘তিন মাস পর এক চেক হাতে পাই, যেন আমাদের ওপর দয়া করছে! এই কারণেই আমি শো-বিজ ছাড়তে বাধ্য হয়েছি।

তার অভিযোগ, এভাবে সত্য বলা নিয়েই তাকে ব্ল্যাকলিস্ট করা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় অর্থ খরচ করে তাকে নিয়ে ট্রোল ছড়ানো হচ্ছে। পরিচালকরা তাকে মিটিংয়ে ডাকলেও কাজ না দিয়ে অপমান করে ফিরিয়ে দেন। 

আলিজে বলেন, যদি কাজ না দেবে, তাহলে এই অপমানমূলক মিটিং কেন? আমার ইমেজ নিয়ে কথা বলার অধিকার কারো নেই।

এক সহ-অভিনেত্রীকে সিগারেট ছুঁড়ে মারার অভিযোগ সম্পর্কেও মুখ খুলেছেন তিনি। আলিজের দাবি, ঘটনার সত্যতা নেই। বরং শুটিংয়ের সময় সেই অভিনেত্রীই তাকে ধাক্কা দেন ও চড় মারেন। 

তিনি বলেন, ক্যামেরায় সব রেকর্ড আছে। সিগারেট ছোড়ার কোনো প্রমাণ নেই। হ্যাঁ, পরে রাগে স্যান্ডেল ছুড়েছিলাম, কিন্তু স্পর্শও করিনি।নাটকের শুটিং বন্ধ না হয়, এই কারণে পুলিশে অভিযোগ জানাতে তাকে বাধা দেওয়া হয়েছিল।

শারীরিক স্পর্শ নিয়েও কড়া অবস্থান জানান আলিজে। তিনি বলেন, ‘স্ক্রিপ্টে না থাকলে আমাকে ছোঁয়ার অধিকার কারো নেই। আগে আমাকে জিজ্ঞেস করতে হবে। আমি কোনো সম্পত্তি নই। 

এই স্পষ্ট সীমারেখা আঁকাই তাকে অনেক প্রযোজকের টার্গেট করেছে বলে বিশ্বাস তার উল্লেখ করে সবশেষে আলিজে বলেন, একজন নারী শিল্পীর জন্য এই পিতৃতান্ত্রিক সমাজে কাজ করা কতটা কঠিন, সেটা বুঝতে হবে। আমাদের প্রতি সম্মান দেখান। 


দৈএনকে/জে, আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন