দেশ ছাড়ছেন সংগীতশিল্পীরা, কারণ কী তাদের বিদেশমুখিতা?


বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড সংগীতশিল্পী মাহফুজ আনাম জেমস দীর্ঘদিন ধরেই দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও দারুণভাবে সরব। বছরজুড়েই তিনি ব্যস্ত থাকেন দেশ-বিদেশের বিভিন্ন আয়োজনে পারফর্ম করার কাজে। সাম্প্রতিক সময়ে দেশের তুলনায় বিদেশেই তার শো বেশি হচ্ছে।
এই ধারাবাহিকতায় তিনি বর্তমানে ব্যান্ড দল ‘নগর বাউল’ নিয়ে যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন। ইতিমধ্যে জেমস পারফর্ম করেছেন লস অ্যাঞ্জেলেস, ডালাসসহ যুক্তরাষ্ট্রের একাধিক শহরে, যেখানে প্রবাসী দর্শকদের কাছে ব্যাপক সাড়া পেয়েছেন। তার গান ও মঞ্চ উপস্থিতি প্রতিবারের মতো এবারও ভক্তদের মুগ্ধ করেছে।
দলটির পক্ষ থেকে এক বার্তায় জানানো হয়, আগস্ট পর্যন্ত আরও বেশ কয়েকটি কনসার্টে অংশ নেবেন জেমস। আগামী ২ আগস্ট ভার্জিনিয়ায় অনুষ্ঠিত এক আয়োজনেও গান গাওয়ার কথা রয়েছে এ ব্যান্ড তারকার। এদিন জেমসের সঙ্গে একই মঞ্চে গাইবেন দেশের জনপ্রিয় দুই সংগীতশিল্পী প্রতীক হাসান ও প্রীতম হাসান।
এদিকে মে মাসের শেষ দিকেই কনসার্টের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন প্রীতম। ইতোমধ্যেই তিনি যুক্তরাষ্ট্র ও কানাডার দশটি শহরে কনসার্ট করেছেন। হিউস্টন, অস্টিন, ওয়াশিংটনসহ আরও ১৬টি শহরে গান শোনাবেন তিনি। আগামী ১৩ সেপ্টেম্বর ফ্লোরিডার টাম্পা শহরে আয়োজিত এক কনসার্টে গান গাওয়ার মধ্য দিয়ে শেষ হবে তার এবারের সফর।
দেশের জনপ্রিয় আরেক সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ। ছেলের অসুস্থতাজনিত কারণে দীর্ঘদির ধরে তিনি অবস্থান করছেন কানাডায়। তার হাতেও রয়েছে একাধিক কনসার্ট। ২৩ আগস্ট মেলবোর্নে গাইবেন তিনি। এরপর ৩০ আগস্ট গাইবেন অস্ট্রেলিয়ার সিডনিতে, ৩১ আগস্ট ব্রিসবেনে এবং ৬ সেপ্টেম্বর পার্থে গাইবেন তিনি। কুমার বিশ্বজিতের সঙ্গে ২৩ আগস্ট মেলবোর্নের কনসার্টে গাইবেন দেশের আভাস ব্যান্ডের ভোকাল তানজির তুহিন।
এ ছাড়া আগস্টের শেষ থেকে শুরু করে সেপ্টেম্বর পুরো মাসজুড়ে কানাডায় কনসার্ট করবে দেশের আরেক জনপ্রিয় ব্যান্ড আর্ক। এর মধ্যে ১৩ সেপ্টেম্বর অন্টারিওর স্কারবরোতে অনুষ্ঠিত মিক্সটেপ মিউজিক ফেস্টিভ্যালেও অংশ নিবে ব্যান্ডটি। সেখানে আর্কের পাশাপাশি একই মঞ্চে থাকবে আরেক ব্যান্ড শিরোনামহীন।
এদিকে সম্প্রতি প্রথমবার যুক্তরাষ্ট্র সফরের ঘোষণা দিয়েছে অর্থহীন ব্যান্ড। যুক্তরাষ্ট্রের ১২টি শহরে গাইবে দেশের জনপ্রিয় এ রক ব্যান্ড। দলীয় সূত্রে জানা গেছে, আগামী নভেম্বর থেকে ডিসেম্বরের মাঝামাঝি কনসার্টগুলো অনুষ্ঠিত হবে। অন্যদিকে যুক্তরাষ্ট্র সফর শেষ করে সম্প্রতি দেশে ফিরেছে মাইলস ব্যান্ড।
দেশটির ১০টি শহরে পারফর্ম করেছে তারা। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে অক্টোবর মাসে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে মাইলস। এ ছাড়া আগামী বছর এপ্রিলে তিন মাসের সফরে কানাডায় যাওয়ারও কথা রয়েছে তাদের। এরপর যুক্তরাষ্ট্রে ট্যুরের মাধ্যমে দেশটি ভ্রমণের ৩০ বছর পূর্তি উদযাপন করার কথা রয়েছে দলটির। ১৯৯৬ সালে প্রথমবার যুক্তরাষ্ট্রে কনসার্ট করতে গিয়েছিল মাইলস।
এছাড়া সম্প্রতি বিদেশের শো শেষ করে দেশে ফিরেছেন অনেক শিল্পী ও ব্যান্ড। এদের মধ্যে কানাডায় শো করে ফিরেছে অ্যাশেজ ব্যান্ড ও সংগীতশিল্পী মিলা। সানিয়া সুলতানা লিজা, আয়েশা মৌসুমী ও সাগর বাউল ইউরোপের পাঁচটি দেশে গান করে ফিরেছেন। চলতি মাসের শুরুতেই নতুন দল গঠন করে সিঙ্গাপুর কনসার্টে অংশ নিয়েছিলেন সংগীতশিল্পী দিলশাদ নাহার কণা।
বিদেশে কনসার্ট বাড়লেও, দেশের মাটিতে কনসার্ট কম হওয়ায় আক্ষেপ তো থেকেই যায় শিল্পীদের মনে। কারণ, তারকাশিল্পীরা দেশের বাইরে শো করলেও, অনেক শিল্পী-মিউজিশিয়ান দেশের শো দিয়েই বেঁচে আছেন। সেক্ষেত্রে দেশে কনসার্ট না হওয়াতে চিন্তিত তারা।
এ প্রসঙ্গে বামবার সভাপতি হামিন আহমেদ বলেন, ‘বাংলাদেশে এখন সংগীত নিয়ে যা হচ্ছে, তাতে খুব আশঙ্কার বিষয় রয়েছে। বিশ্ববিদ্যালয়ে শো হবে, কিন্তু কর্তৃপক্ষ তা চাইছে না। কিছুদিন আগেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অ্যাশেজ ব্যান্ডের একটা শো হওয়ার কথা ছিল, কিন্তু সেটা হতে দিল না। সেখানে কাওয়ালি বা ওই ধরনের শো হলো। এমন পরিস্থিতি তো স্বাধীনতার পর বাংলাদেশে আমরা দেখিনি। সব ধরনের কার্যক্রম চলছে, শুধু মিউজিক নিয়ে খুবই কম শো হচ্ছে। এটা অনাকাক্সিক্ষত।’
দৈএনকে/জে, আ
