রবিবার, ২৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম

শাহজাদপুর চিকিৎসাধীন অবস্থায় আ. লীগ নেতার মৃত্যু 

শাহজাদপুর চিকিৎসাধীন অবস্থায় আ. লীগ নেতার মৃত্যু 
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাই (৭৫) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। 

রবিবার (২৭ জুলাই) সকাল ৭টার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

শাহজাদপুরের জামিরতা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাই উপজেলার রূপবাটি ইউনিয়নের বিন্নাদাইড় গ্রামের বাসিন্দা। তিনি শাহজাদপুর পৌর শহরের ডাকবাংলা এলাকার নিজ বাড়িতে থাকতেন। তার স্ত্রী ফিরোজা বেগম শাহজাদপুরের কিরনবালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আব্দুল হাইয়ের সহকর্মীরা জানান , দুপুরের  দিকে নিহতের মরদেহ গ্রামের বাড়িতে আনা হয়েছে।তার নিজ গ্রামের ঈদগাহ মাঠে বিকেলে মরহুমের প্রথম জানাজা শেষে তাকে শাহজাদপুর উপজেলা সদরে নেওয়া হবে। সেখানে শাহজাদপুর সরকারি কলেজ মাঠে দ্বিতীয় জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হবে।তবে জানাজার নিদিষ্ট সময় ও দাফনের স্থান এখনো ঠিক হয়নি।


দৈএনকে/ জে. আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন