বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সারা দেশের কমিটি স্থগিত


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সারাদেশের সকল জেলা, মহানগর ও শিক্ষা প্রতিষ্ঠানে গঠিত কমিটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
রোববার (২৭ জুলাই) সন্ধ্যায় রাজধানীর শাহবাগে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় নেতারা এই সিদ্ধান্তের কথা জানান।
সাবেক সমন্বয়ক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি রিফাত রশিদ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় ব্যতীত সারাদেশের সব কমিটির কার্যক্রম আজকে থেকে আনুষ্ঠানিকভাবে স্থগিত ঘোষণা করা হলো।
তিনি বলেন, ‘এরপর থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিচয়ে কেউ অপকর্ম করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাই। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আগামীতে কিভাবে পরিচালিত হবে সে বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত জানানো হবে।

গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন