রবিবার, ২৭ জুলাই ২০২৫
Natun Kagoj
শিরোনাম

মোরেলগঞ্জে একটি চক্রের অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসি

মোরেলগঞ্জে একটি চক্রের অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসি
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বাগেরহাটের মোরেলগঞ্জের খাউলিয়া ইউনিয়নের ছোটপরি গ্রামে একটি চক্রের অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসি। 

রবিবার বেলা ১১টায় প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন স্থানীয় ভুক্তভোগীরা। এ ঘটনায় ভুক্তভোগীদের পক্ষে মোশারেফ হোসেন বাদি হয়ে মিরাজ ফরাজী মুন্না, মোশারেফ খানসহ ওই চক্রের ৪ জনের বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছে।  

প্রাপ্ত অভিযোগ ও মানববন্ধন থেকে ভুক্তভোগী সামছুল আল, মোশারেফ হাওলাদার, বাচ্চু হাওলাদার, সুইটি বেগম, শিউলি বেগম, আইয়ুব খানসহ একাধিক পরিবারের সদস্যরা অভিযোগ তুলে বলেন, ছোটপরি গ্রামের ইউনুছ ফরাজীর ছেলে মিরাজ ফরাজী মুন্নাসহ একটি চক্র এলাকায় কয়েক মাস ধরে সাধারণ মানুষকে মিথ্যা অভিযোগ, মারপিট, জোরপূর্বক জমি দখলসহ বিভিন্নভাবে হয়রানি করে আসছে। 

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নামে সিল প্যাড তৈরি করে এলাকার তরুণ ছেলেদের নাম দিয়ে তাদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া, সৌদি প্রবাসীর স্ত্রী সুইটি বেগমের জমি দখলে নিয়ে জোরপূর্বক চাষাবাদসহ স্থানীয় লোকজনকে বিভিন্নভাবে ভয়ভীতি দিয়ে সুবিধা আদায় করছে এ চক্রটি। ভুক্তভোগী গ্রামবাসিরা এ ঘটনার তদন্তপূর্বক ন্যায় বিচারের দাবি জানিয়েছেন উর্দ্ধতন প্রশাসনের প্রতি।  

মিরাজ ফরাজী মুন্না তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বিকার করে বলেন, তিনি কারও জমি দখল করেনি। কাউকে হয়রানি করছে না। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তার দাদার জমি জোরপূর্বক দখল করেছে নিয়েছে। উল্টো তাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানা ওসি মতলুবর রহমান বলেন, খাউলিয়া ইউনিয়নের ছোটপরী গ্রামে কয়েকটি পরিবারকে হয়রানির বিষয়ে একটি অভিযোগ দায়ের হয়েছে। ঘটনাটি তদন্ত পূর্বক সত্ত্যতা পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


দৈএনকে/ জে. আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

A PHP Error was encountered

Severity: Core Warning

Message: PHP Startup: Unable to load dynamic library 'tidy.so' (tried: /opt/cpanel/ea-php74/root/usr/lib64/php/modules/tidy.so (libtidy.so.5: cannot open shared object file: No such file or directory), /opt/cpanel/ea-php74/root/usr/lib64/php/modules/tidy.so.so (/opt/cpanel/ea-php74/root/usr/lib64/php/modules/tidy.so.so: cannot open shared object file: No such file or directory))

Filename: Unknown

Line Number: 0

Backtrace: