রোহিঙ্গা ও বাংলাদেশিদের স্থায়ী করার চেষ্টার অভিযোগ শুভেন্দুর


পশ্চিমবঙ্গের রাজনীতিতে ফের উত্তেজনা ছড়াল বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারীর সাম্প্রতিক মন্তব্যকে ঘিরে। তিনি অভিযোগ করেছেন, রাজ্য সরকার নাকি রোহিঙ্গা এবং বাংলাদেশি নাগরিকদের স্থায়ী আবাসিক স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে।
বহু আগে থেকেই শুভেন্দু অধিকারী ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার বিষয়ে মন্তব্য করে আসছেন। এর আগে তিনি দাবি করেন, বিহারে যদি ৫০ লাখ ভুয়া নাম বাদ যেতে পারে, তবে পশ্চিমবঙ্গে এই সংখ্যা হতে পারে এক কোটি ২৫ লাখ। তার মতে, এদের মধ্যে রোহিঙ্গা এবং বাংলাদেশি নাগরিকও রয়েছেন।
তার এসব মন্তব্য রাজ্য রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। শাসক দলের পক্ষ থেকে এই অভিযোগকে ‘ভিত্তিহীন’ ও ‘উস্কানিমূলক’ বলে অভিহিত করা হয়েছে। রাজ্য সরকারের কর্মকর্তারাও জানিয়েছেন, আবাসিক স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট আইন ও নিয়মনীতি মেনেই সিদ্ধান্ত নেওয়া হয়।
এই প্রসঙ্গে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন্ন নির্বাচনকে সামনে রেখে এমন মন্তব্য রাজনীতিতে বিভাজন তৈরি করতে পারে। তবে এ বিষয়ে এখনো রাজ্য সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
গত শনিবার (২৫ জুলাই) পশ্চিমবঙ্গে পূর্ব মেদিনীপুরের তমলুকে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই অভিযোগ করেন শুভেন্দু অধিকারী।
পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, গতকাল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর আপ্তসহায়ক গৌতম সান্যাল একটি বৈঠক করেন। তিনি নির্দেশ দিয়েছেন সিএমও পশ্চিমবঙ্গ, ডাইরেক্টর, ডিম, এসডিও, বিপুল সংখ্যক স্থায়ী আবাসিক সার্টিফিকেট ইস্যু করা হোক, দক্ষিণ ২৪ পরগনা জেলা, নদীয়া, মুর্শিদাবাদ, বীরভূম, মালদহ, দক্ষিণ দিনাজপুর এবং কোচবিহারে। স্থায়ী আবাসিক প্রশংসাপত্র দিচ্ছে রোহিঙ্গা ও বাংলাদেশিদের।
শুভেন্দু অধিকারী আরও বলেন, আর আমি সব ভারতীয় হিন্দু ও মুসলিমদের নিশ্চিত করবো, আর ধর্মীয় কারণে বাংলাদেশ থেকে আসা হিন্দুদের নিশ্চিত করছি, একজনেরও কোনো অসুবিধা হলে উপরে গ্যারান্টি নরেন্দ্র মোদী আর এই রাজ্যের বিরোধী দলনেতাও একটা ছোটখাটো গ্যারান্টি।
রোহিঙ্গা এবং বাংলাদেশিদের থাকার অধিকার আছে কি নেই এ প্রশ্নও করেন বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী। তিনি বলেন, এই অনুপ্রবেশকারীদের থাকা উচিত কি উচিত না।
